জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় মানসিক রোগী নিহত, আহত ১

জৈন্তাপুর প্রতিনিধি


অক্টোবর ১২, ২০২১
০১:০৮ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১২, ২০২১
০৫:১৩ অপরাহ্ন



জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় মানসিক রোগী নিহত, আহত ১

সিলেটের জৈন্তাপুরে সিলেট তামাবিল মহাসড়কের আসামপাড়া ব্রিজ এলাকায় দ্রুতগামী বাস চাপায় এক মানসিক রোগী নিহত হয়েছেন। এসময় এক বাস যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সোমবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় জাফলং থেকে ছেড়ে আসা সিলেটগামী বাস (সিলেট-জ-১১-২৩২৭) সিলেট-তামাবিল মহাসড়কের আসামপাড়া এলাকায় পথচারী মানসিক রোগীকে চাপা দিয়ে ফেলে আসে। স্থানীয়রা মানসিক রোগীকে উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।

এ ঘটনায় এক বাসযাত্রী আহত হয়েছেন। তিনি জৈন্তাপুর উপজেলার ১ নম্বর লক্ষীপুর গ্রামের আব্দুস ছামাদের ছেলে দোলোয়ার হোসেন (৩২)। নিহত মানসিক রোগীর নাম পরিচয় পাওয়া যায়নি। নিহতের লাশ জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

অপরদিকে চাপার ঘটনায় একজনের মৃত্যুর সংবাদের খবর পেয়ে জৈন্তাপুর বাস ষ্টেশনে স্থানীয় জনতা বাসগাড়িটি আটক করে। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ বাসগাড়িটি তাদের হেফাজতে নেয়। 

জৈন্তাপুর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমদ বলেন, আমরা গাড়িটি আটক করেছি। নিহত মানসিক রোগীর সুরতহাল তৈরি করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। 

আরকেএস/আরসি-১৩