ওসমানীনগর প্রতিনিধি
অক্টোবর ১২, ২০২১
০১:৪৮ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১২, ২০২১
০১:৪৮ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা সম্পন্ন হয়েছে। আজ সোমবার (১১ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নীলিমা রায়হানা সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলার বিষয় নিয়ে আলোচনা পূর্বক গোয়ালাবাজার-তাজপুর এলাকার ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদ, সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ ও যানজট নিরসন এবং শিক্ষার্থীদের মধ্যে টিকটকের প্রবণতা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নবনির্মিত উপজেলা কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব দাশ পুরকায়স্থ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক, কাশিকাপন জোনাল অফিসের ডিজিএম মো. ফয়েজ উল্লাহ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি উজ্জ্বল ধর, সাধারণ সম্পাদক শিপন আহমদ, শিক্ষা কর্মকর্তা শরিফ মো. নিয়ামত উল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম,সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার ঈসমাইল আলী, শিক্ষিকা শিল্পী দাস প্রমুখ।
ইউডি/আরসি-১৬