অবশেষে কমিটি পেলো সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ১২, ২০২১
০৫:৪১ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১২, ২০২১
০৯:২৬ অপরাহ্ন



অবশেষে কমিটি পেলো সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ

দীর্ঘ অপেক্ষার অবসান হলো। অবশেষে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

আজ মঙ্গলবার (১২ অক্টোবর) কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী এক বছর দায়িত্ব পালনের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে ইউনিট দুটির আংশিক কমিটি ঘোষণা করা হবে।

কমিটিতে কিশওয়ার জাহান সৌরভকে সভাপতি ও মো. নাঈম আহমদকে সাধারণ সম্পাদক করে সিলেট মহানগর ছাত্রলীগ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে হোসাইন মোহাম্মদ সাগর ও সঞ্জয় পাশি জয়কে।

অন্যদিকে মো. নাজমুল ইসলামকে সভাপতি ও রাহেল সিরাজকে সাধারণ সম্পাদক করে সিলেট জেলা কমিটির গঠন করা হয়েছে।

সিলেট জেলা ছাত্রলীগ থেকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে জাওয়াদ ইবনে জাহিদ খান, বিপ্লব কান্তি দাস, মুহিবুর রহমান মুহিব, কনক পাল অরুপকে। অন্যদিকে সিলেট মহানগর ছাত্রলীগের হুসাইন মোহাম্মদ সাগর ও সঞ্জয় পাশী জয়কে কেন্দ্রীয় সদস্য করা হয়েছে। 

মহানগর ছাত্রলীগের সবশেষ কমিটি গঠিত হয় ২০১৫ সালে। বিভিন্ন অভিযোগের কারণে ২০১৮ সালের অক্টোবরে বিলুপ্ত করা হয় মহানগরের কমিটিও।

এরপর থেকেই ছাত্রলীগের নেতাকর্মীরা ছিলেন নতুন কমিটির অপেক্ষায়। অবশেষে এসেছে তাদের কাঙ্ক্ষিত সেই কমিটি।

অন্যদিকে, জেলা ছাত্রলীগের সবশেষ কমিটি গঠন করা হয়েছিল ২০১৪ সালে। নানা বিতর্কিত কর্মকাণ্ড ও অভিযোগের প্রেক্ষিতে ২০১৭ সালের অক্টোবরে কেন্দ্রীয় ছাত্রলীগ জেলা ছাত্রলীগের ওই কমিটি বিলুপ্ত করে দেয়।

আরসি-০৮