বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ জার্সি উন্মোচন

খেলা ডেস্ক


অক্টোবর ১২, ২০২১
০৪:১১ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১২, ২০২১
০৪:১১ অপরাহ্ন



বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ জার্সি উন্মোচন


টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি নিয়ে সব সময় সমর্থকদের আগ্রহ থাকে। এবারও অপেক্ষা ছিল কেমন হবে জার্সি। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জার্সি বদল করতে হয়েছিল সমালোচনার মুখে। সোমবার ঢাকার একটি হোটেলে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের জার্সি উন্মোচন করা হয়। এবারের জার্সিতে প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি সুতা যুক্ত আছে।

বাংলাদেশের জার্সি তৈরি করে স্পোর্টস অ্যান্ড স্পোর্টজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তিবদ্ধ এই প্রতিষ্ঠান এবারও বিশেষ জার্সি এনেছে। স্পোর্টস অ্যান্ড স্পোর্টজের ম্যানেজিং পার্টনার মেহতাবউদ্দিন আনোয়ার আহমেদ জানান, এবারের টি ২০ বিশ্বকাপ জার্সি হচ্ছে রেট্রো (যে জার্সি আগে একবার পরা হয়েছে) জার্সি। ২০০৪-০৫ জার্সি থেকে আইডিয়া নিয়ে এটি বানানো, তবে পুরোপুরি নকল নয়। যেটি ২০০৫ সালে ন্যাটওয়েস্ট সিরিজে পরেছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। তিনি বলেন, ‘জার্সির সামনের অংশে যে সুতা ব্যবহার করা হয়েছে সেটি রিসাইকেল জ্যাকার্ড ফ্যাব্রিক। যেটি প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি। সামনে ও পেছনের অংশ আলাদা। পেছনের অংশ বানানো হয়েছে ম্যাশ ফ্যাব্রিক থেকে। যেটাতে বাতাস আসা-যাওয়ার (এয়ার সার্কুলেশনের) ব্যবস্থা আছে। আরব আমিরাতের গরমের কথা বিবেচনা করেই এমন জার্সি। কাঁধের অংশ লালের আবহ আর পুরোটা জুড়ে সবুজ।’ ওমান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ এই জার্সিটি গায়ে দিয়ে নেমেছিল।

এএন/০৩