সিলেটে ছাত্রলীগের নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করে মিছিল

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ১২, ২০২১
০৯:২০ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১২, ২০২১
০৯:২০ অপরাহ্ন



সিলেটে ছাত্রলীগের নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করে মিছিল

নগরের চৌহাট্টায় টায়ার জ্বালিয়ে প্র্রতিবাদ জানান ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। ছবি- সিলেট মিরর

সিলেট জেলা ছাত্রলীগের সদ্য ঘোষিত কমিটি প্রত্যাখান করে মিছিল করেছেন দলের একাংশের নেতাকর্মীরা। কমিটি গঠনের কয়েক ঘন্টার মধ্যেই আজ মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে ছাত্রলীগের তেলিহাওর গ্রুপের সদস্যরা এ মিছিল বের করেন। 

জানা গেছে, বিকেল ৪ টার দিকে নগরের তেলিহাওর থেকে এই মিছিল বের হয়৷ মিছিলটি নগরের জিন্দাবাজার আল-হামরা মার্কেটের সামনে এলে পুলিশ মিছিলকারীদের বাঁধা দেয়। পুলিশী বাঁধা উপেক্ষা করে মিছিলটি সামনে এগিয়ে যায়। পরে চৌহাট্টা পয়েন্টে গিয়ে বিক্ষোভকারী নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। কিছু সময় সড়ক অবরোধ শেষে ফিরে যান তারা। 

এসময় মিছিল থেকে তারা স্লোগান দেন, 'অবৈধ কমিটি মানি না মানব না' 

দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে কেন্দ্র থেকে জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে টিলাগড় গ্রুপের নাজমুল আলম ও সাধারণ সম্পাদক হিসেবে তেলিহাওর গ্রুপের রাহেল সিরাজের নাম ঘোষনা করা হয়। 

এই কমিটি ঘোষণার পর ছাত্রলীগের একাংশের মধ্যে চরম ক্ষোভ দেখা দেয়। তেলিহাওর গ্রুপের রাহেল সিরাজ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ পেলেও গ্রুপের অভ্যন্তরে অসন্তোষ চরমে পৌঁছায়।


এনএইচ-০১/এএফ-০৩