খেলা ডেস্ক
                        অক্টোবর ২৭, ২০২১
                        
                        ০৬:১২ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : অক্টোবর ২৭, ২০২১
                        
                        ০৬:১২ পূর্বাহ্ন
                             	
 
                        
             
    টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর থেকে ছিটকে পড়েছেন বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। পিঠের চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এই পেসার।
তার বদলি হিসেবে রুবেল হোসেনকে দলে অন্তর্ভুক্ত করেছে টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপে বদলি হিসেবে কাউকে মূল দলে যোগ করতে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমতি লাগে।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রুবেলকে বদলি নেওয়ার অনুমোদন দিয়েছে টেকনিক্যাল কমিটি।
পিঠের চোটের কারণে খেলার অবস্থায় নেই সাইফউদ্দিন। যে কারণে তার বদলি হিসেবে রুবেল হোসেনকে দলে নিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটির কাছে আএবদন করেছিল বাংলাদেশ। আবেদন মঞ্জুর করে রুবেলকে দলে নেওয়ার অনুমতি দিয়েছে কমিটি।
সাইফউদ্দিনের চোটের ধরন পর্যবেক্ষণ করে তাকে আপাতত বিশ্রামের পরামর্শ দিয়েছে মেডিকেল টিম। এরই ধারাবাহিকতায় বিশ্বকাপ স্কোয়াডে সাইফউদ্দিনের বদলি ক্রিকেটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে দলের সাথে থাকা রুবেল হোসেনকে। চোট সারাতে সাইফউদ্দিন ফিরে আসবেন দেশে।
আরসি-০৪