ইংলিশদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক


অক্টোবর ২৬, ২০২১
০৬:২১ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৬, ২০২১
০৬:২১ অপরাহ্ন



ইংলিশদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ

শ্রীলংকার বিপক্ষে হার দিয়ে সুপার টুয়েলভ শুরু করেছে বাংলাদেশ। চাপটা তাই পাহাড়সম। সে হারের ক্ষত মুছতে না মুছতে আজ বাংলাদেশ মুখোমুখি হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের রানার-আপ ইংলিশরা চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শুভ সূচনা করেছে।

আত্মবিশ্বাসে এগিয়ে থাকা দলটাকে হারানোর লক্ষ্য নিয়ে মাঠে নামলেও ম্যাচটা চ্যালেঞ্জিং হবে বলেই মনে করছে টাইগাররা। অন্যদিকে খেলাটা আবুধাবিতে বলে বাংলাদেশকে সমীহ করছে ইংলিশরা।

ইংলিশদের বিপক্ষে মাঠে নামার আগে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন বোলিং কোচ ওটিস গিবসন। ইংল্যান্ডের বিপক্ষে দলের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘যতটা সম্ভব রান করা। এটাই আমাদের পরিকল্পনা। আমরা জানি ইংল্যান্ড একটি শক্তিশালী দল। তবে তাদের শক্তিশালী লাইনআপ চ্যালেঞ্জ করতে প্রস্তুত। তারা কঠিনভাবে বেরিয়ে আসবে। তবে তাদের ভুলগুলোকে কাজে লাগাতে হবে।’

টি-টোয়েন্টি ফরম্যাটে ইংল্যান্ডের বিপক্ষে এটিই টাইগারদের প্রথম ম্যাচ। ১৫ বছরে টি-টোয়েন্টি ইতিহাসে ১১৬টি ম্যাচ খেললেও এ ভার্সনে ইংল্যান্ডের বিপক্ষে কখনো খেলেনি বাংলাদেশ। এবার বিশ্বকাপের মতো মঞ্চে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে।

ইংল্যান্ডের বিপক্ষে বোলিং আক্রমণ নিয়ে গিবসন বলেন, ‘আমাদের প্রথমে কন্ডিশন দেখতে হবে। আমরা মোস্তাফিজের দক্ষতা এবং কাটার পেয়েছি। সাইফউদ্দিনের ডেথ বোলিং পেয়েছি, পেয়েছি তাসকিনের গতি। আমরা পেসও পেয়েছি, দলে বাঁ-হাতি বৈচিত্রময় শরিফুল রয়েছে। অধিনায়ক-কোচ-নির্বাচকরা যাদের মাঠে নামবেন তারা কন্ডিশন দেখে ১১ জন বাছাই করবে। তাদের কাছে সমস্ত বিকল্পগুলো (একাধিক বোলার) রয়েছে এবং তারা ম্যাচ জেতার জন্য সেরা বিকল্পগুলো বেছে নেবে। মূলত কন্ডিশনের উপর নির্ভর করবে একদশ কেমন হবে।’

শ্রীলংকার বিপক্ষে তিন ওভার বল করে ২২ রান দিলেও উইকেট শূন্য ছিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তবে তার উপর এখনই বিশ্বাস হারাচ্ছেন না টাইগার বোলিং কোচ।

মোস্তাফিজকে নিয়ে গিবসন বলেন, ‘ফিজ আমাদের একজন গুরুত্বপ‚র্ণ বোলার। সে যেকোনো কন্ডিশনে নিজের সেরাটা উজার করে দিতে পারে। সম্প্রতি আইপিএলেও সে ভালো করেছে। সে খুব দ্রুত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সক্ষম। আমাদের বোলিং লাইনআপে সে এখনও গুরুত্বপূর্ণ খেলোয়াড়, বিশেষ করে ইনিংসের শেষ দিকে। সে বলকে সুইং করাতে পারে। ইনিংসের শেষ প্রান্তে নতুন বলের পাশাপাশি পুরনো বলেও সে আমাদের জন্য একটি অস্ত্র।

তবে ম্যাচটা যেহেতু আবুধাবিতে, তাই বাংলাদেশের বিপক্ষে ম্যাচটাকে চ্যালেঞ্জিংই মনে করে ইংল্যান্ড। গতকাল সংবাদ সম্মেলনে ইংলিশ উইকেটকিপার-ব্যাটসম্যান জস বাটলার সে কথাই বলেছেন। তিনি বলেন, ‘বাংলাদেশ ঘরের মাঠে খুবই ভালো দল। আবুধাবির কন্ডিশন অনেকটা তাদের ঘরের মাঠের মতোই। দলটা শক্তিশালী। গত কয়েক বছর ওরা অনেক সাফল্য পেয়েছে, বিশেষ করে ঘরের মাঠে। এখন যে ধরনের কন্ডিশন থাকবে, সেটার সঙ্গে ওদের পরিচয় থাকার কথা। আমরা কঠিন চ্যালেঞ্জই প্রত্যাশা করছি।’

টাইগারদের অনেক ম্যাচ উইনার রয়েছে উল্লেখ করে বাটলার বলেন, বাংলাদেশ গত কয়েক বছরে বেশ সাফল্য পেয়েছে। ওদের বেশ কয়েকজন ম্যাচ উইনার রয়েছে। তাই তাদের হারানোটা সহজ হবে না আমাদের জন্য। তাছড়া এই ফরম্যাটে আমরা আগে কখনই তাদের সঙ্গে খেলিনি। ফলে ম্যাচটা খুব চ্যালেঞ্জিং হবে বলেই মনে করি।

আরসি-০৫