জাতীয় লিগে খুলনাকে হারাল সিলেট

ক্রীড়া প্রতিবেদক


অক্টোবর ২৭, ২০২১
১০:৫০ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২৭, ২০২১
১০:৫০ পূর্বাহ্ন



জাতীয় লিগে খুলনাকে হারাল সিলেট


জাতীয় লিগে (এনসিএল) খুলনা বিভাগকে হারিয়ে প্রথম জয় পেয়েছে সিলেট বিভাগ।

আজ বুধবার সিলেট একাডেমি মাঠে প্রথম স্তরের ম্যাচে ৪ উইকেটে জিতেছে স্বাগতিকরা। ২০৩ রানের লক্ষ্য তাড়ায় চতুর্থ ও শেষদিনে তাদের প্রয়োজন ছিল ৯১ রান। আর ৩ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় সিলেট।

প্রথম রাউন্ডে ঢাকা বিভাগের কাছে হেরেছিল সিলেট। দ্বিতীয় রাউন্ডে মোহাম্মদ মিঠুন-মেহেদী হাসান মিরাজের খুলনাকে হারিয়ে তারা ঘরে দাঁড়াল।

আগের দিনের ৩ উইকেটে ১১২ রান নিয়ে খেলতে নেমে দ্বিতীয় বলেই অধিনায়ক জাকির হাসানের উইকেট হারায় সিলেট। ১০৬ বলে ৩৭ রান করে তিনি বোল্ড হন জিয়াউর রহমানের বলে। এরপর অলক কাপালির সঙ্গে ৩৩ ও শাহানুর রহমানের সঙ্গে ৩২ রানের ছোট দুটি জুটি গড়ে দলকে এগিয়ে নেন জাকের আলী অনিক। তৃতীয় দিনে অপরাজিত থাকা এই ব্যাটারকে ফেরান নাহিদুল ইসলাম। তিনি ১৩৭ বলে খেলেন ৪১ রানের ইনিংস। মিরাজকে ফিরতি ক্যাচ দেওয়ার আগে কাপালি করেন ৪১ বলে ২০ রান।

সিলেট ১৭৯ রানে ৬ উইকেট হারানোয় ম্যাচে তৈরি হয় রোমাঞ্চ। লড়াইয়ের ভাগ্য ঝুলতে থাকে দুদিকেই। তবে এরপর আর কোনো বিপদ ঘটতে না দিয়ে খেলা শেষ করে দেন শাহানুর ও তানজিম হাসান। তাদের অবিচ্ছিন্ন জুটিতে আসে ২৬ রান। শাহানুর ১৫ ও তানজিম ১৮ রানে অপরাজিত থাকেন।

আগামী রবিবার থেকে শুরু হওয়া তৃতীয় রাউন্ডে সিলেট লড়বে রংপুর বিভাগের বিপক্ষে। আর খুলনা মুখোমুখি হবে ঢাকা বিভাগের।

এএন/০৬