ক্রীড়া প্রতিবেদক
অক্টোবর ২৭, ২০২১
০৬:৪০ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ২৭, ২০২১
০৬:৪০ অপরাহ্ন
বাংলাদেশ স্পিন ভালো খেলে এটা মানুষের ভুল ধারণ বলে মন্তব্য করেছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বুধবার (২৭ অক্টোবর) রাতে ফেসবুক লাইভ আড্ডায় এসে এই কথা বলেন।
বাংলাদেশ স্পিন ভালো খেলে, তবু কেন ইংলিশ স্পিনারদের মোকাবেলা করতে পারেনি? ক্রিকেট বিশ্লেষক ফাহিম রহমানের এমন প্রশ্নের উত্তরে তামিম বলেন, আমরা স্পিন ভালো খেলি এটা মানুষের একটা ভুল ধারণা। এক-দুজন খেলোয়াড় হয়তো ভালো খেলে, তবে সাধারণত আমরা স্পিনে ভালো খেলি না। বরং এখানে আমাদের দুর্বলতাই সবচেয়ে বেশি।
আবু ধাবি শেখ আবু জায়েদ স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। এদিন ইংলিশ স্পিনাররা ভুগিয়েছে টাইগার ব্যাটসম্যানদের। ম্যাচের পরেই বাংলাদেশের স্পিন খেলা নিয়ে আলোচনা শুরু হয়।
তামিমের সঙ্গে লাইভে যোগ দেওয়া ক্রিকেট কোচ সালাহউদ্দিন আহমদও একই সুরে সুর মিলিয়েছেন। তিনি বলেন, সম্প্রতি শুরু হওয়া জাতীয় ক্রিকেট লিগের প্রত্যেকটা ম্যাচ আড়াই থেকে তিন দিনে শেষ হয়ে যাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে স্পিনাররা ৪ থেকে ৫টি করে উইকেট নিচ্ছে। কারণ, আমাদের উইকেটগুলোও স্পিন সহায়ক করে গড়ে তোলা হচ্ছে। এজন্য আমাদের কোয়ালিটিফুল স্পিনার তৈরি হচ্ছে না।
কোয়ালিটিফুল স্পিনার নেই উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, মানসম্পন্ন স্পিনার না থাকা সত্ত্বেও আমাদের স্পিনাররা ৪-৫টা করে উইকেট নিচ্ছে। কারণ তাদের সবচেয়ে ভালো গুণ হচ্ছে তারা স্ট্যাম্পে বল করতে পারে। রাজ্জাক, আরাফাত সানি, ইলিয়াস সানীসহ সবাই স্ট্যাম্পে বল করতে পারে বলেই তারা সফল হয়।
আরসি-০৬