উইকেট লাভে দ্রুততম ‘সেঞ্চুরি' রশিদ খানের

খেলা ডেস্ক


অক্টোবর ২৯, ২০২১
০৭:৩৭ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৯, ২০২১
০৭:৩৭ অপরাহ্ন



উইকেট লাভে দ্রুততম ‘সেঞ্চুরি' রশিদ খানের


টি-টোয়েন্টি উইকেট লাভে দ্রুততম ‘সেঞ্চুরি’ করলেন রশিদ খান। বিশ্ব ক্রিকেটে একের পর এক কীর্তি গড়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। 

টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম বোলার হিসেবে উইকেটের সেঞ্চুরি হাঁকানোর বিরল কীর্তি গড়েছেন এই লেগি। শুক্রবার রাতে পাকিস্তানের কাছে ৫ উইকেটে আফগানিস্তান ৫ উইকেটে হারলেও রশিদ খান স্বমিহমায় উজ্জ্বল। বরং হেরে যাওয়া ম্যাচেই সবাইকে ছাড়িয়ে গেছেন এই আফগান লেগি।

তার আগে টি-টোয়েন্টিতে উইকেটের তিন অংকে পা রোখা বোলার কেবল তিনজন। বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান, লাসিথ মালিঙ্গা এবং টিম সাউদি। চতুর্থ বোলার হিসেবে যুক্ত হলেন রশিদ।

কিন্তু আগের তিনজনকে ছাড়িয়ে রশিদ হয়ে গেলেন দ্রুততম ম্যাচে শততম উইকেট শিকারি। মাত্র ৫৩ ম্যাচ খেলে এই মাইলফলকে পৌঁছালেন আফগান লেগ স্পিনার। তার আগে দ্রুততম ১০০ উইকেট শিকারি ছিলেন লাসিথ মালিঙ্গা। ৭৬ ম্যাচে এই মাইলফলকে পৌঁছান মালিঙ্গা। 

টি-টোয়েন্টিতে ১১৭ উইকেট নিয়ে সবার উপরে রয়েছে সাকিব আল হাসান। ১০৭ উকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন লাসিথ মালিঙ্গা। ১০১ উইকে নিয়ে তার পরেই রয়েছেন রশিদ খান। চারে থাকা টীম সউদি নিয়েছেন ১০০ উইকেট।

শুধুমাত্র টি-টোয়েন্টিতেই নয়। ওয়ানডেতেও দ্রুততম ম্যাচে শততম উইকেটের শিকারকারী হলেন রশিদ খান। মাত্র ৪৪ ম্যাচ খেলে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।

এএন/০৪