খেলা ডেস্ক
অক্টোবর ৩০, ২০২১
০৪:১৪ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ৩০, ২০২১
০৪:১৫ অপরাহ্ন
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভ পর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হ্যাটট্রিক করার ইতিহাস গড়লেন শ্রীলঙ্কান তারকা স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
শনিবার শারজাহতে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার সামনে ১৪৩ রানের লক্ষ্য দেয় শ্রীলঙ্কা। ওই লক্ষ্য তাড়া করতে নেমে ভালোভাবেই এগোচ্ছিল দক্ষিণ আফ্রিকা। ১৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৯৬ রান করেছিল তারা।
হাসারাঙ্গা ১৬তম ওভারের শেষ বলে আউট করেন উইকেটে সেট হয়ে যাওয়া এইডেন মার্করামকে। এরপর আবার ১৮তম ওভারে তাকে বোলিংয়ে আনেন শ্রীলঙ্কান অধিনায়ক। এই ওভারের প্রথম দুই বলেই তিনি তুলে নেন বাভুমা ও প্রেডোরিয়াসের উইকেট।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে নেদারল্যান্ডের বিপক্ষে চলতি বিশ্বকাপের প্রথম রাউন্ডে হ্যাটট্রিক তুলে নেন আয়ারল্যান্ডের পেসার কুর্টিস ক্যাম্ফার।
এএন/০১