দর্শকদের বিশৃঙ্খলা, তদন্তের নির্দেশ আইসিসির

খেলা ডেস্ক


অক্টোবর ৩০, ২০২১
০৭:২৫ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ৩০, ২০২১
০৭:২৫ অপরাহ্ন



দর্শকদের বিশৃঙ্খলা, তদন্তের নির্দেশ আইসিসির
পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ


করোনা পরিস্থিতির কারণে স্টেডিয়ামে ধারণ ক্ষমতার থেকে কিছু কম টিকেট বিক্রি করা হয়। পাকিস্তান-আফগাস্তান ম্যাচে ইস্যু করা হয়েছে ১৬ হাজার টিকেট। বিপুল চাহিদায় সবই বিক্রি হয়ে যায়। পরে খেলা দেখতে চাওয়া কিছু উগ্র দর্শক স্টেডিয়ামের গেট ভেঙ্গে জোর করে মাঠে প্রবেশের চেষ্টা চালিয়েছে।

আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, এমন পরিস্থিতিতে দুবাই পুলিশ নিরাপত্তা জোরদার করে বিরূপ পরিস্থিতি সামাল দিয়েছে। কেন এমনটি হলো কারণ জানতে এমিরটস ক্রিকেট বোর্ডকে একটি তদন্ত করতে বলেছে আইসিসি।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় দুবাই পুলিশ নির্দেশনে দেয় সবগুলো গেট বন্ধ করার। এরপর কাউকেই প্রবেশ করতে দেওয়া হয়নি। কিন্তু কিছু দর্শক জোর করে প্রবেশের চেষ্টা চালায়। এতে দেখা দেয় বিশৃঙ্খলা। কেন এই পরিস্থিতি এড়ানো গেল না তা নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। 

এদিকে আইসিসি, ভারতীয় ক্রিকেট বোর্ড ও এমিরেটস ক্রিকেট বোর্ড যৌথভাবে জানিয়েছে, বিশৃঙ্খল পরিস্থিতিতে যেসব দর্শক বৈধ টিকেট থাকার মাঠে প্রবেশ করতে পারেননি তাদের কাছে তারা আন্তরিকভাবে দুঃখিত। তারা টিকেট যেখান থেকে সংগ্রহ করেছেন সেখানে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

এএন/০৪