খেলা ডেস্ক
অক্টোবর ৩১, ২০২১
০২:০২ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ৩১, ২০২১
০২:০২ অপরাহ্ন
নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়েছে ভারত। অধিনায়ক বিরাট কোহলি, রোহিত শর্মাসহ ৪ উইকেট হারিয়ে ১৩ ওভার শেষে ভারতের সংগ্রহ ৬২ রান।
পাকিস্তানের বিরুদ্ধে বাঁ-হাতি শাহিন আফ্রিদির প্রথম বলেই আউট হয়েছিলেন রোহিত শর্মা। এবার কৌশল পরিবর্তন করে দলের অন্যতম সেরা ব্যাটসম্যানকে ওপেন করতে পাঠালেন না ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। সংশ্লিষ্ট মহলের মতে, বাঁ-হাতি ট্রেন্ট বোল্টের থেকে রোহিতকে রক্ষা করতেই ওপেনিংয়ে কে এল রাহুলের সঙ্গে ইশান কিষানকে পাঠানো হয়।
তবে বিরাটদের সেই কৌশল কাজে আসেনি। কারণ ২.৫ ওভারের শেষ বলে আউট হয়ে যান ইশান। তাঁকে বোল্টই প্যাভিলিয়নে ফিরিয়ে দেন। আট বলে মাত্র চার রান করেন ইশান। তিন নম্বরে ক্রিজে আসেন রোহিত। প্রথম বলেই বোল্টের মুখোমুখি হতে হয়। প্রথম বলেই বেঁচে যান। শর্ট বল করেন বোল্ট। ডান কাঁধের কাছ থেকে হুক মারতে যান রোহিত। কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারেননি। উপরের দিকেই বল মারেন। তা সোজা গিয়ে পড়ে অ্যাডাম মিলনের হাতে। কিন্তু দু'হাত দিয়ে তালুবন্দি করার আগেই বল বেরিয়ে যায়।
এএন/০৯