যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব, ছাড়লেন টিম হোটেল

খেলা ডেস্ক


নভেম্বর ০১, ২০২১
১২:৩৫ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০১, ২০২১
১২:৩৫ অপরাহ্ন



যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব, ছাড়লেন টিম হোটেল


চোটের কারণে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সুপার টুয়েলভে এখনও বাংলাদেশের বাকি দুটি ম্যাচে। তবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সাকিবকে পাবে না বাংলাদেশ ক্রিকেট দল। এবারের বিশ্বকাপে যেহেতু আর খেলা হবে না সাকিবের, তাই দুই ম্যাচ বাকি থাকতেই  দুবাইয়ের টিম হোটেল ছাড়লেন সাকিব। আগামীকাল ধরবেন যুক্তরাষ্ট্রের ফ্লাইট। পাকিস্তানের বিপক্ষে সিরিজে ফিরে আসার আগে কিছুদিন পরিবারের সাথে সেখানেই থাকবেন সাকিব।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল্ডিং করার সময় ঊরুর পেশিতে চোট পান টাইগার অলরাউন্ডার।  চোট নিয়েই খেলেছেন পুরো ম্যাচ। ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকার কথা থাকলেও ২৪ ঘণ্টার মধ্যেই চিকিৎসকরা জানিয়ে দেন, বিশ্বকাপের বাকি ম্যাচ খেলতে পারবেন না সাকিব।

বিশ্বকাপ শেষ হলেই তিন ম্যাচ টি-টোয়েন্টি ও দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ সফর যাবে পাকিস্তান। ১৬ নভেম্বর ঢাকায় পৌঁছাবে তারা। ১৯ নভেম্বর থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু। সাকিবকে ফিট হতে হবে তার আগেই। সব্যসাচী এ ক্রিকেটারকে হোম সিরিজে পাওয়ার জন্যই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলানোর ঝুঁকি নিচ্ছে না বাংলাদেশ। 

সাকিবকে টুর্নামেন্ট থেকে অব্যাহতি দেওয়া হলেও উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান তলপেটের ব্যথা নিয়ে তিন দিনের পর্যবেক্ষণে আছেন। দেবাশীষ চৌধুরী বলেন, 'সোহানের টেস্টিকুলার কন্ডিশনে আমরা তিন দিনের জন্য ওকে কমপ্লিট রেস্ট দিয়েছি। ওর আবার মূল্যায়ন হবে এবং মূল্যায়নের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব এর পরদিন ও খেলায় অংশ নিতে পারবে কিনা।'

এএন/০২