বিশ্বকাপে কাল অভিষেক হচ্ছে শামীমের

খেলা ডেস্ক


নভেম্বর ০১, ২০২১
০১:২৫ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০১, ২০২১
০১:২৫ অপরাহ্ন



বিশ্বকাপে কাল অভিষেক হচ্ছে শামীমের


বিশ্বকাপের শেষ পর্যায়ে সাকিব আল হাসানের দুর্ভাগ্যই সৌভাগ্য বয়ে এনেছে শামীম হোসেনের জন্য। সাকিবের জায়গায় বাংলাদেশের একাদশে সুযোগ পাচ্ছেন শামীম।

আগামীকাল মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষেক হচ্ছে শামীমের। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন কোচ রাসেল ডমিঙ্গো। পাশাপাশি সৌম্য সরকারের একাদশে টিকে যাওয়ার কথাও জানান তিনি। 

আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে কাল দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। সাকিব না থাকায় এই ম্যাচের একাদশ সাজাতে বেশ ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। চোটের কারণে আগে থেকেই নেই পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। অনুশীলনে পাওয়া চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি নুরুল হাসান সোহান। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও তিনি ফিরতে পারছেন না। সব মিলিয়েই বিশ্বকাপ অভিষেকের সামনে দাঁড়িয়ে শামীম। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সাকিবের শূন্যতা তুলে ধরার পাশাপাশি একাদশের সম্ভাব্য চেহারা ফুটিয়ে তুললেন ডমিঙ্গো।

এএন/০৩