খেলা ডেস্ক
                        নভেম্বর ০২, ২০২১
                        
                        ০৩:০৩ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : নভেম্বর ০২, ২০২১
                        
                        ০৫:৩৫ পূর্বাহ্ন
                             	
 
                             জস বাটলার
 
    টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার লড়াই চলছে। আজ সোমবার (১ নভেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১৬৩ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড।
ইংলিশদের পক্ষে দুর্দান্ত শতক হাঁকিয়েছেন ইংলিশ ওপেনার জস বাটলার। এটি এবারের বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি। ৬৭ বলে ৬ছক্কা ও ৬ চারে ১০১ রানে অপরাজিত থাকেন তিনি। অধিনায়ক মরগান খেলেছেন ৪০ রানের ইনিংস।
অথচ ব্যাট হাতে শুরুটা খুবই বাজে হয়েছিল ইংলিশদের। মাত্র ৩৫ রানেই তিন উইকেট হারিয়েছিল তারা। জেসন রয় ৯ ও ডেভিড মালান ৬ রান করেই সাজঘরে ফিরে যান। রানের খাতা খোলার আগেই আউট হন জনি বেয়ারস্টো।
দলের চরম বিপদে হাল ধরেন জস বাটলার ও অধিনায়ক এউইন মরগান। দুজনে মিলে চতূর্থ উইকেটে গড়েন ১১২ রানের জুটি। মরগান ৩৬ বলে ৪০ রান করে ফিরে গেলেও বাটলার অপরাজিত থাকেন ১০১ রানে।
শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ৪ ওভারে ২১ রান দিয়ে তিনটি উইকেট নেন। দুশমান্থ চামিরা একটি উইকেট নেন।
এএফ/০১