খেলা ডেস্ক
                        নভেম্বর ০২, ২০২১
                        
                        ০৫:৩৪ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : নভেম্বর ০২, ২০২১
                        
                        ০৫:৩৪ পূর্বাহ্ন
                             	
 
                        
             
    টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে ইংল্যান্ড। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ২৬ রানে জয় পেয়েছে এউইন মরগান বাহিনী। বিশ্বকাপে এটি ইংল্যান্ডের টানা চতূর্থ জয়। ফলে সবার আগে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে তারা।
ইংল্যান্ডের দেওয়া ১৬৪ রানে লক্ষ্যে খেলতে নেমে লঙ্কানদের ইনিংস থেমে গেছে ১৩৭ রানে। রান তাড়া করতে নেমে লঙ্কানদের শুরুটা ভালো ছিল না। ৩৪ রানেই পড়ে ৩ উইকেট। পাথুম নিশাঙ্কা ১, কুশল পেরেরা ৭ ও চারিত আসালাঙ্কা ২১ রান করে সাজঘরে ফিরে যান। আভিস্কা ফর্নান্ডো ১৪ রানে ফিরে গেলে নবম ওভারে ৫৭ রানে চার উইকেট হারায় শ্রীলঙ্কা।
ভানুকা রাজাপাক্ষে (২৬) আউট হন দলীয় ৭৬ রানে। এরপর ষষ্ঠ উইকেটে ৩৬ বলে ৫৩ রানে জুটি গড়েন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও অধিনায়ক দাসুন শানাকা। ২১ বলে ৩৪ রান করে আউট হন হাসারাঙ্গা। ১৮তম ওভারে ২৫ বলে ২৬ করে রানআউট হন শানাকা। এখানেই শেষ হয়ে যায় শ্রীলঙ্কার জয়ের স্বপ্ন। শেষ পর্যন্ত ১৩৭ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।
ইংল্যান্ডের পক্ষে মঈন আলী, আদিল রশিদ ও ক্রিস জর্ডান ২টি উইকেট নেন। একটি করে উইকেট পেয়েছেন ক্রিস ওকস ও লিভিংস্টোন।
এর আগে, টসে হেরে আগে ব্যাটিং করে ২০ ওভারে ৪ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ইংলিশদের পক্ষে দুর্দান্ত শতক হাঁকান ওপেনার জস বাটলার। এটি এবারের বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি। ৬৭ বলে ৬ ছক্কা ও ৬ চারে ১০১ রানে অপরাজিত থাকেন বাটলার। অথচ ব্যাট হাতে শুরুটা খুবই বাজে হয়েছিল ইংলিশদের। মাত্র ৩৫ রানেই তিন উইকেট হারিয়েছিল তারা।
জেসন রয় ৯ ও ডেভিড মালান ৬ রান করেই সাজঘরে ফিরে যান। রানের খাতা খোলার আগেই আউট হন জনি বেয়ারস্টো। দলের চরম বিপদে হাল ধরেন জস বাটলার ও অধিনায়ক এউইন মরগান। দুজনে মিলে চতূর্থ উইকেটে গড়েন ১১২ রানের জুটি। মরগান ৩৬ বলে ৪০ রান করে ফিরে গেলেও বাটলার অপরাজিত থাকেন ১০১ রানে।
শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ৪ ওভারে ২১ রান দিয়ে ৩টি উইকেট নেন। দুশমান্থ চামিরা একটি উইকেট নেন। জস বাটলারের হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার।
আরসি-০২