খেলা ডেস্ক
নভেম্বর ০২, ২০২১
১২:৪৪ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ০২, ২০২১
১২:৪৪ অপরাহ্ন
আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন বিশ্বকাপ জয়ী ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং। সবাইকে তাক লাগিয়ে আগামী বছর অবসর ভেঙ্গে ভারতীয় জাতীয় দলের হয়ে খেলার আগ্রহের কথা জানিয়েছেন তিনি।
সোমবার ইনস্টাগ্রামে এক পোস্টে এ ইচ্ছার কথা জানান ৩৯ বছর বয়সী হার্ড হিটার ব্যাটার। ২০১৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে একদিনের ম্যাচে অনবদ্য ১৫০ রানের এক ইনিংস খেলে সবার মন জয় করেন যুবরাজ, যা এখনও তাকে ভারতীয়দের কাছে স্মরণীয় করে রেখেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, ‘কে কোথায়, কখন কি করবেন- তা কেবল সৃষ্টিকর্তাই বলতে পারেন। আমি ক্যান্সারকে জয় করে ফিরেছি। বর্তমানে নিজেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলার জন্য আরও তৈরি করছি। আশা করছি আগামী বছরের শুরুতে নিজেকে ভারতীয় একাদশের জন্য ভালভাবে তৈরি করতে পারবো। এজন্য আমাকে অনেক পরিশ্রম করতে হচ্ছে।’
২০০০ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করে তিনি ৩০৪টি একদিনের ম্যাচ খেলে করেছেন ৮৩০১ রান। সেইসঙ্গে স্পিন জাদুতে ১১১টি উইকেট শিকার করেছেন। একই সময় ৪০টি টেস্টে ১৯০০ রান করেন তিনি।
জাতীয় দল থেকে অবসর গ্রহণের পর যুবরাজ আইপিএলে নিয়মিত খেলেন। এছাড়া চলতি বছর দুবাইয়ে অনুষ্ঠিত টি-টেন লিগেও তিনি খেলেন।
আরসি-০৯