খেলা ডেস্ক
নভেম্বর ০৪, ২০২১
০৪:০২ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ০৪, ২০২১
০৪:০২ অপরাহ্ন
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ বাংলাদেশের। সুপার টুয়েলভে টানা পাঁচ ম্যাচ হেরে শেষ হয়েছে টাইগারদের বিশ্বকাপ অভিযান। বিশ্বকাপ শেষ করে ৫ নভেম্বর দল দেশে ফিরলেও ছুটি কাটাতে দুবাইয়ে থেকে যাবেন লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ ও তাসকিন আহমেদ।
চার ক্রিকেটারই তাদের পরিবারের সঙ্গে দুবাইয়ে কয়েকদিন ছুটি কাটাবেন। তারপর ফিরবেন দেশে। দলের সঙ্গে থাকা নির্বাচক হাবিবুল বাশার সুমন নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সাড়ে ১০টা ও সাড়ে ৪টার দুটি ফ্লাইটে ভাগ হয়ে দেশে ফিরছে বাংলাদেশ দল। মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম থেকে যাচ্ছে। আর কোচরাও এখন যাবেন না। তাদের ১১ তারিখ বাংলাদেশে ফেরার কথা রয়েছে।’
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপটা চরম বাজে কেটেছে বাংলাদেশের। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে বিশ্বকাপ খেলতে যাওয়া টাইগাররা হেরেছে ছয়টি ম্যাচে। সুপার টুয়েলভের পাঁচটি ম্যাচের সবকটিই হেরেছে মাহমুদ উল্লাহর দল। প্রথম রাউন্ডেও বাংলাদেশকে পরাজয়ের স্বাদ দিয়েছে স্কটল্যান্ড।
আরসি-১৯