খেলা ডেস্ক
নভেম্বর ০৪, ২০২১
০৬:২৭ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ০৪, ২০২১
০৬:২৮ অপরাহ্ন
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল ২০১২ সালের দুই ফাইনালিস্ট ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সেই ম্যাচে লঙ্কানদের কাছে ২০ রানে হেরে গেছে ক্যারিবীয়রা। এই পরাজয়ের ফলে সেমি-ফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের।
শ্রীলঙ্কার দেওয়া ১৯০ রানের লক্ষ্যে খেলতে নেমে উইন্ডিজ করতে পেরেছে ৮ উইকেটে ১৬৯ রান। ক্যারিবীয়দের পক্ষে সর্বোচ্চ রান করেছেন শিমরন হেটমায়ার। ৫৪ বলে অপরাজিত ৮১ রান করেছেন তিনি। নিকোলাস পুরান ৩৪ বলে ৪৬ রানের ইনিংস খেলেন। এছাড়া অন্য কেউ বলার মতো রান করতে পারেনি।
শ্রীলঙ্কার পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন বিনুরা ফর্নান্ডো, চামিকা করুণারত্নে ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। একটি করে উইকেট পেয়েছেন দুশমন্থ চামিরা ও দাসুন শানাকা।
এর আগে, টসে হেরে আগে ব্যাটিং করে ২০ ওভারে ৩ উইকেটে ১৮৯ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। তিনে নামা চারিথ আসালাঙ্কা ৪০ বলে ৬৮ রানের ইনিংস খেলেন। ওপেনার পাথুম নিশাঙ্কা করেন ৪১ বলে ৫১ রান। কুশল পেরেরা ২১ বলে ২৯ ও অধিনায়ক দাসুন শানাকা ১৪ বলে অপরাজিত ২৫ রান করেন।
ক্যারিবীয়দের পক্ষে আন্দ্রে রাসেল দুটি উইকেট পান। এছাড়া ডোয়াইন ব্রাভো নেন এক উইকেট। ম্যাচসেরা হয়েছেন চারিথ আসালাঙ্কা।
আজকের পরাজয়ের ফলে সেমিতে খেলার আর কোনো সম্ভাবনা রইল না ক্যারিবীয়দের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি তাই ক্যারিবীয়দের জন্য নিয়মরক্ষার। গ্রুপ ওয়ান থেকে সেমির লড়াইয়ে রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
আরসি-০৩