সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০৫, ২০২১
০১:২৮ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ০৫, ২০২১
০১:২৮ অপরাহ্ন
নামিবিয়াকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের দৌড়ে এগিয়ে থাকল নিউজিল্যান্ড। বাছাই পর্ব খেলে আসা দলটির বিপক্ষে ৫২ রানে জেতে উইলিয়ামসনরা। তবে শেষ বল পর্যন্ত নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে লড়াই করেছে নামিবিয়া। ১৬৪ রানের টার্গেটে খেলতে নেমে ২০ ওভারে ১১১ রান করে নামিবিয়া। এতে খরচ করতে হয় ৭ উইকেট।
নিউজিল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন টিম সাউদি, ট্রেন্ট বোল্ট। এ ছাড়া জেমস নিশাম, মিচেল স্যান্টনার, ইশ সোধি নেন একটি করে উইকেট।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নামিবিয়াকে ১৬৪ রানের টার্গেট দেয় নিউজিল্যান্ড। জেমস নিশাম ও গ্লেন ফিলিপসএর ব্যাটে ভর করে চ্যালেঞ্জিং এই স্কোরে পৌঁছায় তারা। গ্লেন ফিলিপস ২১ বলে ৩৯ এবং জেমস নিশাম ২৩ বলে ৩৫ যোগ করে দুজনই ছিলেন অপরাজিত।
এ ছাড়া মার্টিন গাপটিল ১৮, ড্যারেল মিচেল ১৯, অধিনায়ক উইলিয়ামসন ২৮ এবং উইকেট কিপার ডেভন কনওয়ে করেন ১৭ রান। নামিবিয়ার হয়ে একটি করে উইকেট নেয় ডেভিড ওয়াইজ, বেরনার্ড স্কলজ ও গেরহার্ড ইরাসমাস।
তবে এই সহজ জয় ভারতীয় শিবিরে চিন্তা বাড়িয়ে দিয়েছে। ভারতীয় নিশ্চয়ই প্রার্থনায় ছিলেন, যদি কোনোভাবে হোঁচট খায় নিউজিল্যান্ড। নামিবিয়াকে রীতিমতো উড়িয়ে নিজেদের সেমিফাইনালে যাওয়ার পথ আরো পরিষ্কার করেছে নিউজিল্যান্ড। তাতে কঠিন হয়েছে ভারতের ওই পর্বে খেলার সমীকরণ।
উইলিয়ামসনদের ধারাবাহিক এমন জয়ে দুশ্চিন্তায় পড়েছে ভারত। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় পজিশনে আছে নিউজিল্যান্ড। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় পজিশনে আফগানিস্তান। আর ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে চার নম্বর পজিশনে আছে ভারত।
বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত যদি নিজেদের শেষ দুই ম্যাচে স্কটল্যান্ড ও নামিবিয়ার বিপক্ষে জয়লাভ করে, অন্যদিকে আফগানিস্তান নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে ভারত, নিউজিল্যান্ড ও আফগানিস্তারে পয়েন্ট সমান ৬ হবে। তখন রান রেটে এগিয়ে থাকা দলটি পাকিস্তানের সঙ্গে সেমিফাইনালে উঠে যাবে।
তবে নিউজিল্যান্ড যদি নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দেয় তাহলে ভারত শেষ দুই ম্যাচে স্কটল্যান্ড ও নামিবিয়ার বিপক্ষে জয় পেলেও কোনো কাজ হবে না। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পাকিস্তানের সঙ্গী হয়ে সেমিতে চলে যাবে নিউজিল্যান্ড। তখন সেমির আগেই বাদ পড়ে যাবে এশিয়ার অন্যতম শক্তিশালী দল ভারত। এ কারণেই নিউজিল্যান্ডের হার দেখার অপেক্ষায় আছে ভারত।
আরসি-১৬