উইন্ডিজকে হারিয়ে সেমির পথে অজিরা

খেলা ডেস্ক


নভেম্বর ০৬, ২০২১
০২:৪১ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৬, ২০২১
০২:৪১ অপরাহ্ন



উইন্ডিজকে হারিয়ে সেমির পথে অজিরা

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সে ম্যাচে ক্যারিবীয়দের ৮ উইকেটে হারিয়েছে অজিরা।

উইন্ডিজের দেওয়া ১৫৮ রানের লক্ষ্যে অস্ট্রেলিয়া পৌঁছে যায় ১৬ দশমিক ২ ওভারেই। অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৯ রানে সাজঘরে ফিরলেও ডেভিড ওয়ার্নার ৫৬ বলে অপরাজিত ৮৯ রানের ইনিংস খেলেন। তিনে নামা মিচেল মার্শ ৩২ বলে ৫৩ রান করেন। ক্যারিবীয়দের পক্ষে উইকেট পান আকিল হোসেন ও ক্রিস গেইল।

এর আগে, টসে হেরে আগে ব্যাটিং করে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৭ রান সংগ্রহ করে ক্যারিবীয়রা। অধিনায়ক কাইরন পোলার্ড ৩১ বলে ৪৪ রানের ইনিংস খেলেন। ওপেনার এভিন লুইস ২৯ ও শিমরন হেটমায়ার ২৭ রান করেন। ৭ বলে ২ ছক্কা ও ১ চারে ১৮ রানে অপরাজিত থাকেন আন্দ্রে রাসেল।

অস্ট্রেলিয়ার পক্ষে জশ হ্যাজেলউড ৩৯ রানে ৪টি উইকেট লাভ করেন। এছাড়া অ্যাডাম জাম্পা, প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক একটি করে উইকেট নেন। ম্যাচসেরা হন ডেভিড ওয়ার্নার।

এই জয়ের ফলে সেমির পথে আরো এক ধাপ এগিয়ে গেল অজিরা। ইংল্যান্ডের বিপক্ষে আজ দক্ষিণ আফ্রিকা হারলে রান রেটের হিসাব ছাড়াই সেমিতে পৌঁছে যাবে ফিঞ্চবাহিনী।

আরসি-১৩