রিজওয়ানের তিন হাফ সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক, দুবাই


নভেম্বর ১১, ২০২১
০৯:৪৭ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১১, ২০২১
০৯:৪৭ অপরাহ্ন



রিজওয়ানের তিন হাফ সেঞ্চুরি

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমি-ফাইনালে হাফ-সেঞ্চুরি এসেছে পাকিস্তানি উদ্বোধনি খেলোয়াড় রিজওয়ানের ব্যাট থেকে। অধিনায়ক বাবরকে নিয়ে ভালো শুরুর পর ৪১ বলে ৫০ রান সংগ্রহ করেন রিজওয়ান। টুর্নামেন্টে এটি তার তৃতীয় অর্ধশতক।

হ্যাজলউডের ব্যক্তিগত তৃতীয় ও অজিদের দলীয় ১৪তম ওভারের পঞ্চম বলে ছক্কা ও শেষ বলে একরান নিয়ে রিজওয়ান অর্ধশতক পূর্ণ করেন। তখন দলীয় সংগ্রহ ১৪ ওভারে ১০৬ রান।

এর আগে উদ্বোধনি জুটিতে ১০ ওভারে ৭১ সংগ্রহ করে পাকিস্তান। অস্ট্রেলিয়ান বোলার জাম্বার বলে ওয়ার্নারের হাতে ক্যাচে পরিণত হন তিনি।

চলতি বিশ্বকাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে তৃতীয় অর্ধশতক ছাড়াও রিজওয়ান আরও একটি রেকর্ড গড়েছেন। টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটসমেন হিসেবে একবছরে এক হাজার রান সংগ্রহ করেছেন তিনি।

এসএইচ/আরসি-১৯