খেলা ডেস্ক
                        নভেম্বর ১২, ২০২১
                        
                        ০২:৫৮ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : নভেম্বর ১২, ২০২১
                        
                        ০২:৫৮ পূর্বাহ্ন
                             	
 
                        
             
    টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৬ রান সংগ্রহ করেছে পাকিস্তান।
ব্যাট হাতে পাকিস্তানের শুরুটা হয়েছিল দুর্দান্ত। ১০ ওভারে ৭১ রানের জুটি গড়েন অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। বাবর ৩৪ বলে ৩৯ রান করে সাজঘরে ফিরলে ফখর জামানকে নিয়ে দলের হাল ধরেন রিজওয়ান।
দ্বিতীয় উইকেটে আরো ৭২ রান যোগ করেন রিজওয়ান ও ফখর। দলীয় ১৪৩ রানের মাথায় ৫২ বলে ৬৭ রানে সাজঘরে ফিরেন রিজওয়ান। চারে নামা আসিফ আলী আউট হয়ে যান প্রথম বলেই। তবে ৩২ বলে অপরপাজিত ৫৫ রানের ইনিংস খেলে দলীয় সংগ্রহটাকে ১৭৬-তে নিয়ে যান ফখর।
আজকের ম্যাচের বিজয়ী দল পৌঁছে যাবে বিশ্বকাপের ফাইনালে। এরই মধ্যে ফাইনালে উঠে গেছে নিউজিল্যান্ড।