পাকিস্তানের দেওয়া বড় টার্গেটে শুরুতে চাপে অস্ট্রেলিয়া


নভেম্বর ১১, ২০২১
১০:৩৮ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১১, ২০২১
১০:৩৯ অপরাহ্ন



পাকিস্তানের দেওয়া বড় টার্গেটে শুরুতে চাপে অস্ট্রেলিয়া

শুয়াইব হাসান, দুবাই থেকে

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফানাইলে পাকিস্তানের ছুঁড়ে দেওয়া ১৭৭ রানের টার্গেটে ব্যাট করছে অস্ট্রেলিয়া। বড় রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই অধিনায়ক ফিঞ্চ শাহীন আফ্রিদির এলবিডব্লিউ’র শিকার হয়েছেন।

এর আগে ‍রিজওয়ান ৬৭, ফখর জামান ৫৫ (অপরাজিত) ও বাবর আজমের ৩৯ রানে ভর করে পাকিস্তান ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৭৬ রান। শুরুতে বিনা উইকেটে ১০ ওভারে ৭১ সংগ্রহ করে উদ্বোধনি জুটি। অধিনায়ক বাবর ব্যক্তিগত ৩৯ রানে জাম্বার বলে ক্যাচে পরিণত হলেও পাকিস্তানের রানের গতি চলতে থাকে। ফখর জামানকে নিয়ে রিজওয়ান ব্যাট চালাতে থাকেন। অর্ধশতকের গণ্ডি  পেরিয়ে ৬৭ রান সংগ্রহ করে আউট হন। এরপর ফখর একাই লড়ে যান। শেষ ওভারে সার্কের বলে পরপর দুই ছক্কা হাঁকান ফখর। 

অস্ট্রেলিয়ার পক্ষে স্টার্ক ২ উইকেট এবং কাম্পিন্স ও জাম্পা ২টি করে উইকেট নেন।

এসএইচ/বিএ-০৬