ওয়েড ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

ক্রীড়া প্রতিবেদক


নভেম্বর ১২, ২০২১
১২:০০ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১২, ২০২১
১২:২২ পূর্বাহ্ন



ওয়েড ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে অস্ট্রেলিয়া


সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। মুলত মার্কাস স্টয়নিস আর ম্যাথু ওয়েড ঝড়ে উড়ে যায় গ্রুপ পর্বে অপরাজিত থাকা দলটি।

যদিও, ম্যাচে ডেভিড ওয়ার্নার বড় একটা ভুলই করে বসেছিলেন। শাদাব খানের অফ স্টাম্পের বাইরে পড়া বলটি স্টিয়ার করতে গিয়েছিলেন। কিন্তু সেটি চলে যায় উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের হাতে। আবেদনে সারাও দিলেন আম্পায়ার। কিন্তু ওয়ার্নারও রিভিউ না দিয়ে হাঁটা দিয়েছিলেন। পরে টিভি রিপ্লেতে দেখা গেল বল ওয়ার্নারের ব্যাটেই লাগেনি। এমন একটা ভুলের পর পথ হারিয়ে বসেছিল অস্ট্রেলিয়া। কিন্তু শেষ পর্যন্ত মার্কাস স্টয়নিস আর ম্যাথু ওয়েডের কার্যকর এক জুটিতে পাকিস্তানের হৃদয় ভেঙেছে অস্ট্রেলিয়া। পাকিস্তানের ১৭৬ রানের বড় সংগ্রহ অসম্ভব দৃঢ়তায় এক ওভার হাতে রেখেই পেরিয়ে গেছে তারা। ম্যাচসেরা ওয়েডের ব্যাট থেকে এসেছে অবিশ্বাস্য এক ইনিংস—১৭ বলে ৪১ রান। ৫ উইকেটের জয় নিয়ে দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া। ১৪ নভেম্বর শিরোপা নির্ধারণী ম্যাচে তারা প্রতিবেশি নিউজিল্যান্ডের মুখোমুখি হবে।

এএন/০১