পাল্টে গেল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের নিয়ম

খেলা ডেস্ক


নভেম্বর ১৭, ২০২১
০৯:০১ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১৭, ২০২১
০৯:০১ অপরাহ্ন



পাল্টে গেল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের নিয়ম

আগামী ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ বাছাই একভাবে হলেও সেই নিয়ম পরের আসরে আর থাকছে না। আজ বুধবার (১৭ নভেম্বর) ২০২৭ বিশ্বকাপ বাছাইয়ের নতুন নিয়ম ঘোষণা করেছে আইসিসি।

আসন্ন বিশ্বকাপটির বাছাই ওয়ানডে সুপার লিগ দিয়ে হলেও পরের আসরটিতে সরাসরি খেলবে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১০ দল। বাকি চারটি দল আসবে বাছাই পর্ব থেকে।

মূলত দল বেড়ে যাওয়াতে নিয়ম পাল্টানোর সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ২০২৩ সালের ইভেন্টে খেলবে ১০টি দল। আর ২০২৭ সালের ইভেন্টে ১৪টি।

২০২৩ সালের জন্য আয়োজক ভারত বাদে বাকি ৯টি দল নির্ধারণ করা হবে ১৩ দলের ওয়ানডে সুপার লিগ থেকে। যা মূলত পয়েন্ট ভিত্তিক পদ্ধতিতে সাজানো।  প্রতিটি দল এই সময়ে আটটি সিরিজ খেলবে। চারটি ঘরের মাঠে, বাকি চারটি প্রতিপক্ষের। প্রতিটি সিরিজ আবার তিন ম্যাচের। একেকটি ম্যাচের জন্য বরাদ্দ থাকছে ১০ পয়েন্ট।

২০২৭ সালের আসরটির জন্য আগে থেকে একটি তারিখ (কাট অফ ডেট) নির্ধারণ করে দেওয়া হবে। এই সময়ের মাঝে যে ১০টি দল র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকবে, তারাই বিশ্বকাপে সরাসরি টিকিট কাটবে। বাকি চারটি দল পরে বৈশ্বিক বাছাইয়ের মাধ্যমে নির্ধারণ করা হবে।

আরসি-১৯