প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা

খেলা ডেস্ক


নভেম্বর ২৭, ২০২১
০৬:৩৮ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৭, ২০২১
০৬:৩৮ অপরাহ্ন



প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা

করোনার নতুন ভ্যারিয়েন্টের কারণে জিম্বাবুয়ের হারারেতে চলমান মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্ব বাতিলের ঘোষণা দিয়েছে আইসিসি। যা আশীর্বাদ হয়ে এসেছে বাংলাদেশের জন্য। চূড়ান্ত পর্বের টিকিট পেয়ে গেছে সালমা খাতুন, জাহানারা আলমরা।

এর আগে চারবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেললেও ওয়ানডে বিশ্বকাপে কখনো খেলা হয়নি বাংলাদেশের মেয়েদের। দুইবার বাছাইপর্ব খেলে তারা প্রতিবারই পঞ্চম হয়।

চলতি বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের মেয়েরা দারুণ ছন্দে ছিল। শক্তিশালী পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে আসর শুরু করে নিগার সুলতানা জ্যোতির দল। এরপর যুক্তরাষ্ট্রকে হারায় ২৭০ রানের বড় ব্যবধানে।

তৃতীয় ম্যাচে অবশ্য ডি/এল মেথডে থাইল্যান্ডের কাছে হেরে যায়। চতুর্থ ও শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে খেলার কথা ছিল বাংলাদেশের।

বিএ-০১