খেলা ডেস্ক
ডিসেম্বর ০৩, ২০২১
০২:৫৫ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৩, ২০২১
০২:৫৭ পূর্বাহ্ন
বৃহস্পতিবার মিরপুরে অনুশীলনে সাকিব আল হাসান
বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে ছিলেন না সাকিব আল হাসান। ইনজুরি ও পিতৃত্বকালীন ছুটিতে থাকায় মার্চে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে ছিলেন না তিনি। এবার আসন্ন নিউজিল্যান্ড সফরেও বাঁহাতি এ অলরাউন্ডারকে পাবে না বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৯ ডিসেম্বর সতীর্থদের সঙ্গে উড়াল দেবেন না সাকিব।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেন, সাকিব ছুটি নিয়েছে। ইনজুরির কারণে তামিম ইকবালকেও পাওয়া যাবে না।
নিউজিল্যান্ড সবসময় কঠিন সফর। যেখানে কোনো জয় নেই বাংলাদেশ দলের। এবার তামিম-সাকিবের অনপুস্থিতিতে টেস্টে বড় চ্যালেঞ্জই অপেক্ষা করছে মুমিনুলদের জন্য। মাহমুদউল্লাহ রিয়াদও বিদায় বলে দিয়েছেন টেস্টকে।
আরএম-০৩