ভারতের সবগুলো উইকেট একাই নিলেন এজাজ প্যাটেল

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ০৪, ২০২১
১০:১৮ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৪, ২০২১
১০:৩০ পূর্বাহ্ন



ভারতের সবগুলো উইকেট একাই নিলেন এজাজ প্যাটেল
ইনিংসে ১০ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে জিম লেকার, অনিল কুম্বলের


নিজের জন্মস্থান মুম্বাইয়ে টেস্ট খেলছেন এজাজ প্যাটেল। তবে ভারতের হয়ে নয়, এজাজের গায়ে নিউজিল্যান্ডের জার্সি। টেস্টের প্রথম দিন ভারতের যে চারটি উইকেটের পতন ঘটেছিল তার সবকটি নিয়েছিলেন তিনি। এরপর আজ দ্বিতীয় দিনে তুলে নিলেন ভারতের বাকি ছয়টি উইকেটও। জিম লেকার ও অনিল কুম্বলের পর তৃতীয় বোলার হিসেবে টেস্টে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তিনি।

ভারত অলআউট হয়েছে ৩২৫ রানে। ৪৭ দশমিক ৫ ওভারে ১১৯ রান দিয়ে ১০ উইকেট নিয়েছে এজাজ। এক ইনিংসে ১০ উইকেট শিকারী তৃতীয় বোলার এজাজ প্যাটেল। এর আগে ১৯৫৬ সালে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫৩ রান দিয়ে  অস্ট্রেলিয়ার ১০ টি উইকেট নিয়ে প্রথম বারের মত এই কৃতিত্ব অর্জন করেন ইংরেজ অফ স্পিনার জিম লেকার। ওই টেস্টের প্রথম ইনিংসে ও লেকার ৩৭ রানে পান ৯ উইকেট। এক টেস্টের উভয় ইনিংসে ১৯ উইকেট নেওয়া একমাত্র বোলার তিনি। এছাড়াও ১৯৯৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে দিল্লী টেস্টে ৭৪ রান দিয়ে ১০ উইকেট নিয়ে লেকার এর কৃতিত্ব স্পর্শ করেন ভারতীয় লেগ স্পিনার অনিল কুম্বলে।

এএন/০২