জমছে ব্যাট-বলের লড়াই

খেলা ডেস্ক


ডিসেম্বর ০৭, ২০২১
০৫:৩২ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৭, ২০২১
০৫:৩২ পূর্বাহ্ন



জমছে ব্যাট-বলের লড়াই
বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

বৃষ্টির কারণে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের ফল অনেকটাই ড্রয়ের দিকে এগুচ্ছে। মিরপুরে শনিবার শুরু হওয়া ম্যাচে বৃষ্টির কারণে খেলা হয় ৫৭ ওভারে, রোববার দ্বিতীয় দিনে সাকুল্য ৬.২ ওভার খেলা হওয়ার পর পরিত্যক্ত হয়ে যায় দিনের খেলা, সোমবার তৃতীয় দিন তো কোন বলই মাঠে গড়ায়নি। আজ (মঙ্গলবার) ম্যাচের চতুর্থ দিনে নির্দিষ্ট সময়েরও দেড় ঘণ্টা পর শুরু হয় খেলা।

মূলত ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব পড়েছে মিরপুর টেস্টে। দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ চট্টগ্রামে ৮ উইকেটে জিতে সিরিজে এগিয়ে আছে পাকিস্তান। হোম অব ক্রিকেটে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে মাঠে নামে টাইগাররা। তবে প্রকৃতির বিরূপ প্রভাবে কাজটি কঠিন হয়ে গেছে অধিনায়ক মুমিনুল হকের দলের জন্য।

২ উইকেট হারিয়ে ১৮৮ রান নিয়ে আজ ম্যাচের চতুর্থ দিন শুরু করে পাকিস্তান। অধিনায়ক বাবর আজম ৭১ ও আজহার আলি ৫২ রানে অপরাজিত থেকে আবার ব্যাটিং শুরু করেন। এই দুই ব্যাটসম্যানকে সুবিধা করতে দেননি বাংলাদেশের দুই পেসার এবাদত হোসেন ও খালেদ আহমেদ। সকালের মেঘলা আবহাওয়া কাজে লাগিয়ে উইকেট থেকে সুবিধা আদায় করে দেন দুই জন।

ম্যাচের বাকি আছে আর মাত্র পাঁচ সেশন। এখনও চলছে প্রথম ইনিংসের খেলা। কোথায় পৌঁছে ইনিংস ঘোষণা করবে পাকিস্তান, সেটিই এখন দেখার।

আরএম-০৫