তিন মাস টাইগারদের বিরক্ত করবেন না পাপন

খেলা ডেস্ক


ডিসেম্বর ১১, ২০২১
০১:২৮ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১১, ২০২১
০১:২৮ অপরাহ্ন



তিন মাস টাইগারদের বিরক্ত করবেন না পাপন

বাংলাদেশ ক্রিকেট দল ও তাদের পারফর্মেন্সের বিষয়ে মন্তব্য করে বারবার সমালোচিত হয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ম্যাচের আগে সাংবাদিকদের কাছে তার 'প্রিভিউ' আর ম্যাচের পর 'রিভিউ' খুব আলোচিত। তিনি নিজের মতো করে সবকিছু ব্যখ্যা করেন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সিনিয়র ক্রিকেটারদের সমালোচনা করে তো আগুন জ্বালিয়ে দিয়েছিলেন। বোর্ড-ক্রিকেটারা মুখোমুখি হয়ে গিয়েছিল। সেই ঘটনার পর থেকে অবশ্য সাংবাদিকদের কাছে পাপন আর ক্রিকেটারদের সমালোচনা করছেন না।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তানের কাছে ঘরের মাঠে টি-টোয়েন্টি আর টেস্টে ধোলাই হয়েছে বাংলাদেশ। এই মুহূর্তে দল গেছে নিউজিল্যান্ড সফরে। এমতাবস্থায় আজ শনিবার বিকেএসপিতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাপন ক্রিকেটারদের পক্ষে অবস্থান নেন। সাম্প্রতিক ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানো ও নিজেদের গুছিয়ে নেওয়ার পরীক্ষানিরীক্ষার জন্য বাংলাদেশ দল ও টিম ম্যানেজম্যান্টকে তিন মাস সময় দিয়েছেন বলেও জানান। 

মাঝে বেশকিছু সিরিজে পাপনকে দেখা গেছে একাদশ ঠিক করতে; এমনকী টস জিতে ব্যাটিং না বোলিং নেবে- সেটাও তিনিই ঠিক করে দিতেন! আজ পাপন বললেন, 'করোনার আগ মুহূর্তে বলেছিলাম, আগামী এক বছর খুব খারাপ যাবে। কেন? কারণ আগে আমরা দেশে খেলতাম, এখন বাইরে যাব। আগে যাদের সঙ্গে খুব কম খেলা হতো এখন ওদের সাথে খেলা। সব কঠিন প্রতিপক্ষ। অভিজ্ঞ হওয়ার জন্য তো একটা সময় দেবেন। টিম সেটআপের জন্য তো একটা সময় দেবেন।'

নিউজিল্যান্ডের মাটিতে ২ টেস্টের সিরিজের একাদশ প্রসঙ্গে তিনি বলেন, 'নিউজিল্যান্ডে কাকে নামাবে আমি জানি না। আরও অনেক পরিবর্তন আনতে পারে। ওরা তিন মাস সময় চেয়েছে, এই সময়ে ওদের বিরক্ত করতে চাই না। ওরা যদি পরীক্ষানিরীক্ষা করতে চায়... এতদিন তো সময় দেইনি। একটু সময় পাবে না? গত দেড় বছরে তো এমন হয়নি। তামিম, সাকিব, রিয়াদ নেই। মূল তিন খেলোয়াড় নেই। এটার প্রভাব থাকবে না? এখানে তো নতুন তিনজনকে সময় দিতে হবে।'

আরসি-১৭