ক্রীড়া প্রতিবেদক
ডিসেম্বর ১২, ২০২১
১২:০৯ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১২, ২০২১
১২:০৯ অপরাহ্ন
টসে জিতে অধিনায়ক মিনহাজ ব্যাটিংটাই বেছে নিয়েছিলেন। পরিকল্পনায় হয়তো বড় সংগ্রহ ছুড়ে দেওয়ার লক্ষ্য ছিল। তবে অ্যাপোলো-১১ এর সেই পরিকল্পনা ধুলোয় মিশিয়ে দিয়েছে বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্র। মাত্র ১০৭ রানে গুটিয়ে দিয়ে ৮ উইকেটের বড় জয় পেয়েছে দলটি।
গতকাল রবিবার সিলেট জেলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নামে অ্যাপোলো-১১। বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্রের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতেই হোচট খায় অ্যাপোলো। ওপেনার মোমিন চার ওভার ক্রিজে থাকলেও খুলতে পারেননি রানের খাতা। আরেক ওপেনার সুজন রানের খাতা খুললেও তিন রানের বেশি করতে পারেননি। চারে নামা ব্যাটসম্যান আসাদ ৩১ ও নাইটওয়াচম্যান সাহান করেছেন ২৫ রান। এই দুজনের বাইরে কেবল রাজু ১৬ রান করেছেন। এছাড়া আর কেউ দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।
বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্রের হয়ে মুজাক্কির ৩০ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন। এদিকে ইরফান ও কামিল দুটি করে এবং জয়নুল ও জীবন একটি করে উইকেট লাভ করেন।
মাত্র ১০৮ রােেনর তাড়ায় ব্যাট করতে নেমে ১৫ ওভারের আগেই লক্ষ্যে পৌছে যায় বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্র। তবে শুরুটা তাদেরও হয়েছিল অ্যাপোলোর মতোই। দলীয় ১৭ রানেই পতন হয় উদ্বোধনী ব্যাটসম্যানদের উইকেট। হোচট খেলেও রিজভী ও ফেরদৌসের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। রিজভী ৪৯ বলে ৬৯ রানে ও ফেরদৌস ১৮ রানে অপরাজিত থাকেন।
অ্যাপোলোর হয়ে মিনহাজ ও আসাদ একটি করে উইকেট শিকার করেন। বঙ্গবীরের হয়ে ৩ উইকেট শিকারী মুজাক্কির জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।
আরসি-০৭