সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ২০, ২০২১
০৫:৩২ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২১, ২০২১
১২:০৪ পূর্বাহ্ন
চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের আইন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে রবিবার। চীন হংকংয়ের নির্বাচনী প্রক্রিয়ায় ব্যাপক সংস্কার করার পর সেখানে এটাই এ ধরনের প্রথম ভোট।
গত মার্চ মাসে হংকংয়ের সরকারি কর্মকর্তারা একটি বিতর্কিত ‘দেশপ্রেমিক’ প্রস্তাব অনুমোদন করেন, যা গণতান্ত্রিক প্রতিনিধিত্বকে ব্যাপকভাবে কাটছাঁট করে এবং বেইজিংকে প্রতিটি প্রার্থীকে যাচাই করার সুযোগ দেয়।
আজ সোমবার (২০ ডিসেম্বর) ভোটের পূর্ণ ফল পাওয়া যেতে পারে। পরিসংখ্যানে ইঙ্গিত পাওয়া গেছে, ভোটার উপস্থিতি আগের নির্বাচনের তুলনায় কম। ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’ পত্রিকার খবর অনুসারে, ভোট বন্ধ হওয়ার এক ঘণ্টা আগে প্রায় ২৯ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। ২০১৬ সালের নির্বাচনে ভোট দিয়েছিলেন ৫৩ শতাংশ ভোটার।
হংকংয়ের চীনপন্থী নেতারা জোর দিয়ে বলেছেন, স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য এ রকম পরিবর্তন দরকার। তবে সমালোচকরা বলছেন, এটি নগরটির গণতন্ত্রকে দুর্বল করেছে।
চীন একটি জাতীয় নিরাপত্তা আইন প্রবর্তন করার পর হংকংয়ের নির্বাচনী প্রক্রিয়ায় পরিবর্তন আসে। ২০১৯ সালে ভূখণ্ডটিতে ব্যাপক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ওই জাতীয় নিরাপত্তা আইন গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের শাস্তি দেওয়া সহজ করে তোলে।
সূত্র : বিবিসি।
আরসি-০১