বরিস সরকারের ব্রেক্সিট মন্ত্রীর পদত্যাগ

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ২০, ২০২১
০৬:২১ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২০, ২০২১
০৬:২১ পূর্বাহ্ন



বরিস সরকারের ব্রেক্সিট মন্ত্রীর পদত্যাগ

ব্রিটেনের বরিস জনসন সরকারের ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী লর্ড ফ্রস্ট পদত্যাগ করেছেন। তিনি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) আলোচক দলের নেতৃত্বে ছিলেন। রবিবার (১৯ ডিসেম্বর) বিবিসি এ খবর জানায়।

এ নিয়ে প্রথম সংবাদ প্রকাশ করা ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মেইল অনলাইন রবিবার জানায়, এক সপ্তাহ আগেই পদত্যাগের চিঠি জমা দিয়েছিলেন লর্ড ফ্রস্ট। সেখানে তিনি ব্রিটেনের কোভিড মোকাবেলায় তার অসন্তোষের প্রসঙ্গ তুলে ধরেছিলেন।

চিঠিতে তিনি ব্রিটেনে একটি ‘স্বল্প করে’র অর্থনীতির প্রত্যাশার কথা বলেন। লর্ড ফ্রস্ট ছিলেন ব্রেক্সিটের স্বপ্নদ্রষ্টা ও মূল পরিকল্পনাকারীদের একজন।

ওমিক্রনের জেরে ব্রিটেনে ব্যাপকভাবে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চাপের মুখে রয়েছে বরিস জনসন সরকার।

এ পরিস্থিতিতে বরিস জনসন করোনা মোকাবেলায় প্লান-বি নামের একটি পরিকল্পনা চালু করতে চেয়েছিলেন, যা আইনপ্রণেতাদের বিরোধীতার মুখে তিনি বাস্তবায়ন করতে পারেননি।

আরসি-০৩