আরো নামল দিল্লির তাপমাত্রা

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ২১, ২০২১
০৮:২০ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২১, ২০২১
০৮:২০ অপরাহ্ন



আরো নামল দিল্লির তাপমাত্রা

ভারতের রাজধানী দিল্লির তাপমাত্রার পারদ আরো নেমেছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে সফদারজং এলাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতরের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, সকাল ৮টায় সফদারজং এলাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪ ডিগ্রি সেলসিয়াস। যা এখন পর্যন্ত মৌসুমের সর্বনিম্ন।

তাপমাত্রা কমে যাওয়ায় পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশসহ আশপাশের এলাকার উপর দিয়ে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। বাতাসে লোকজন কাবু হয়ে পড়েছেন। সেই সঙ্গে রয়েছে ঘন কুয়াশা।

বি এন-০৩