সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ২২, ২০২১
০৭:৫৩ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ২২, ২০২১
০৭:৫৩ অপরাহ্ন
গত এক সপ্তাহে লিবিয়ার সমুদ্র উপকূলে নৌকা ডুবে কমপক্ষে ১৬০ অভিবাসীর মৃত্যু ঘটেছে। মঙ্গলবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-র বরাত দিয়ে এ কথা জানায় এএফপি।
জেনেভা ভিত্তিক জাতিসংঘের এ সংস্থার মুখপাত্র সাফা মসাহলি বলেন, ‘গত সপ্তাহে লিবিয়ার মধ্য ভূমধ্যসাগরের উপকূলে কমপক্ষে ১৬০ জন প্রাণ হারিয়েছে।’
টুইটার বার্তায় তিনি লিখেছেন, ‘চলতি বছর এ রুটে নৌকাডুবির ঘটনায় প্রায় দেড় হাজার অভিবাসীর মৃত্যু হয়েছে।’
আইওএম জানায়, ১২ থেকে ১৮ ডিসেম্বরের মাঝামাঝি সময়ে সমুদ্র পথ থেকে আটক বা উদ্ধার করা হয় ৪৬৬ অভিবাসন প্রত্যাশীকে। পরে তাদের লিবিয়ায় ফেরত পাঠানো হয়।
বি এন-০২