সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ২২, ২০২১
০৯:০৬ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ২২, ২০২১
০৯:০৬ অপরাহ্ন
করোনার নতুন ধরন অমিক্রন ঠেকাতে বিশ্বের প্রথম দেশ হিসেবে টিকার চতুর্থ ডোজ দেয়ার পরিকল্পনা করছে ইসরায়েল। বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, অমিক্রনের প্রাদুর্ভাবে নতুন করে আরেকটি ঢেউ যাতে শুরু না হয়, তার প্রস্তুতির অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে ইসরায়েল সরকার।
ইসরায়েলের মহামারী বিশেষজ্ঞরা দেশটির স্বাস্থ্য কর্মী ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের জন্য চতুর্থ ডোজের প্রস্তাব দিয়েছেন। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ প্যানেলের এই প্রস্তাবকে দ্রুত স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।
তিনি বলেন, বড় খবর। এটি আমাদের ওমিক্রনের ঢেউ অতিক্রম করতে সাহায্য করবে।
এ বিষয়ে প্রস্তুতি শুরু করার জন্য কর্মকর্তাদের নিদের্শ দিয়েছেন তিনি।
এর আগে ওমিক্রন আক্রান্ত এক রোগীর মৃত্যুর কথা নিশ্চিত করে ইসরায়েলে। জানামতে দেশটিতে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যুর ঘটনা এটি। এরপরই পরিস্থিতি মোকাবেলায় বিশেষজ্ঞরা চতুর্থ ডোজের প্রস্তাব দেন।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে ওমিক্রন ভ্যারিয়েন্টের অন্তত ৩৪০ রোগী শনাক্ত হয়েছে।
বি এন-০৮