বিপিএল মাঠে গড়াবে ২১ জানুয়ারি, ফাইনাল ১৮ ফেব্রুয়ারি

খেলা ডেস্ক


ডিসেম্বর ২৩, ২০২১
০১:৫৭ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৩, ২০২১
০১:৫৯ পূর্বাহ্ন



বিপিএল মাঠে গড়াবে ২১ জানুয়ারি, ফাইনাল ১৮ ফেব্রুয়ারি
ছয় দলের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ১ কোটি টাকা


চূড়ান্ত হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হওয়ার দিনক্ষণ। ২১ জানুয়ারি শুরু হবে আসর। ফাইনাল মাঠে গড়াবে ১৮ ফেব্রুয়ারি। বুধবার (২২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বিষয় নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি জানিয়েছে, এবারের বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হবে না। ৬ দল নিয়েই অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট, যার ভেন্যু ৩টি। এ আসরে চ্যাম্পিয়ন দল পাবে ১ কোটি টাকা। টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট হবে ২৭ ডিসেম্বর।

৮টি দল নিয়ে আগামী বিপিএল হওয়ার কথা থাকলেও বিসিবি'র পূর্বপরিকল্পনা অনুযায়ী ৬টি ফ্র্যাঞ্চাইজিকে বেছে নেওয়া হয়েছে। গত আসরের চ্যাম্পিয়ন রাজশাহী এবং সাবেক চ্যাম্পিয়ন রংপুর থাকছে না আসন্ন বিপিএলে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, কুমিল্লা ও খুলনাকে নিয়ে আগামী বছরের বিপিএল প্রতিদ্বন্দ্বিতা হবে।

এবারের আসরে দেশি ক্রিকেটাররা সর্বোচ্চ পারিশ্রমিক পাবেন ৭০ লাখ করে, সর্বনিম্ন ৫ লাখ। বিদেশী ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক ৬৪ লাখ, সর্বনিম্ন ১৭ লাখ।

পুরনো দলগুলোর মধ্যে এবার বিপিএলে থাকছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এদিকে তিন অতি পরিচিত এবং প্রতিষ্ঠিত ফ্র্যাঞ্চাইজি বেক্সিমকো, বসুন্ধরা এবং জেমকন গ্রুপ এবার নেই বিপিএলে। তারা এবার ফ্র্যাঞ্চাইজি হতে আগ্রহই প্রকাশ করেনি।

এদিকে প্রায় তিন বছর পর বিপিএলে ফিরছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিশ্বের নামী ক্রিকেটারদের দলে এনে বিপিএলকে তারা দিয়েছে ভিন্ন মাত্রা। সবশেষ ২০১৯ বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা। এরপর আরও দুটি আসর মাঠে গড়িয়েছে তবে তা বিসিবির ব্যবস্থাপনায়।

এর আগে বিসিবি জানিয়েছিল এবারের বিপিএল জানুয়ারিতে শুরু করার থাকলেও তা পেছাতে পারে। ১৮ ডিসেম্বর নিউজিল্যান্ড সফর নিয়ে জরুরি বৈঠকের পর এ কথা বলেন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

এএন/০১