মিয়ানমারে হত্যার পর ৩০ জনকে পুড়িয়ে দিল সেনারা

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ২৬, ২০২১
১২:২১ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৬, ২০২১
১২:২১ পূর্বাহ্ন



মিয়ানমারে হত্যার পর ৩০ জনকে পুড়িয়ে দিল সেনারা

মিয়ানমারের কায়াহ রাজ্যে দেশটির সেনাবাহিনী ৩০ জনকে হত্যা করে লাশ পুড়িয়ে দিয়েছে। এসবের মধ্যে নারী ও শিশু রয়েছে। হিউম্যান রাইটসের বরাত দিয়ে গার্ডিয়ানের এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

দেশটির স্থানীয় বাসিন্দা, সংবাদ সংস্থা এবং স্থানীয় হিউম্যান রাইটসের বরাতে গার্ডিয়ান জানিয়েছে, কায়াহ রাজ্যের হপরুসো শহরের মো সো গ্রামের কাছে মিয়ানমার সেনাবাহিনী গুলি করে ও পুড়িয়ে এসব লোককে মেরেছে। শনিবার এসব লোকের মৃতদেহ পাওয়া গেছে বলে দাবি করেছে কারেন হিউম্যান রাইটস গ্রুপ।

এক ফেসবুক বার্তায় মানবাধিকার এই গ্রুপটি বলেছে, আমরা এমন অমানবিক ও নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই যা মানবাধিকার লঙ্ঘন করে।

তবে মিয়ানমার সেনাবাহিনী বলেছে ভিন্ন কথা। তারা বলছে, তারা অজ্ঞাত সংখ্যক অস্ত্রধারী গুলি করেছে মেরেছে। মিয়ানমারের রাষ্ট্রীয় মিডিয়ায় দেশটির সেনাবাহিনী জানিয়েছে, সন্ত্রাসীরা সাতটি গাড়িতে ছিল এবং তারা সেনাদের কথা শুনে গাড়ি থামায় নি।


এএফ/০৬