সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ২৮, ২০২১
১০:১৭ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৮, ২০২১
১০:১৭ অপরাহ্ন
মহামারির ঝুঁকি আরেক দফা বাড়িয়ে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। এই ভ্যারিয়েন্টের উল্লম্ফন দেখা গেছে ভারতেও; দেশটির রাজধানী নয়াদিল্লিতে দুই সপ্তাহ আগের তুলনায় সংক্রমণ ২৫ থেকে ৩০ শতাংশ বৃদ্ধি পাওয়ায় রাত্রিকালীন কারফিউ-সহ নতুন করে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ৩টার দিকে নতুন বিধি-নিষেধের ঘোষণা দেওয়া হয়েছে। আজকের দিনের অর্ধেক কর্মঘণ্টা পেরিয়ে গেলেও দিল্লির সরকার বলছে, এসব বিধি-নিষেধ অবিলম্বে কার্যকর হবে। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি মোকাবিলায় রাজধানীতে আজ থেকে ‘হলুদ সতর্কতা’র অংশ হিসেবে নতুন বিধি-নিষেধ কার্যকর হবে।
রাজ্য সরকারের নতুন নির্দেশনায় বলা হয়েছে, দিল্লিতে বেসরকারি ৫০ শতাংশ প্রতিষ্ঠানের অফিস চালু থাকবে। জোড়-বেজোড় ভিত্তিতে শপিং মল এবং দোকান-পাট খোলা থাকবে। এছাড়া কোনও বিয়ের অনুষ্ঠানে সর্বোচ্চ ২০ জন উপস্থিত থাকতে পারবেন।
বি এন-০৯