পদত্যাগ করলেন সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদোক

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ০৩, ২০২২
০৪:৫৭ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ০৩, ২০২২
০৭:০৪ অপরাহ্ন



পদত্যাগ করলেন সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদোক

(ফাইল ছবি) আবদাল্লা হামদোক

সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদোক পদত্যাগ করেছেন। ক্ষমতা দখলকারী সেনাবাহিনীর সঙ্গে বিতর্কিত চুক্তির মাধ্যমে ক্ষমতায় ফিরে আসার কয়েক সপ্তাহের মধ্যেই পদত্যাগ করলেন তিনি। ক্ষমতায় ফিরে ব্যাপক বিক্ষোভের মুখে তিনি এটি করতে বাধ্য হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসির ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০২০ সালের অক্টোবরে সেনাবাহিনী ক্ষমতা দখল করে আবদাল্লা হামদোককে গৃহবন্দি করেছিল। তবে অভ্যুত্থানের নেতাদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির চুক্তি করেন তিনি।

এরপর আবারো ক্ষমতায় ফিরে আসেন আবদাল্লা হামদোক। কিন্তু বিক্ষোভকারীরা সেটি মেনে নিতে পারেননি। তাদের দাবি পুরোপুরিভাবে বেসামরিক রাজনৈতিক শাসন চালু করতে হবে।

আবদাল্লা হামদোক বলেছেন, তার দেশ বর্তমানে খুবই বিপজ্জনক টার্নিং পয়েন্টে আছে দেশকে বিপর্যয়ের দিকে এগিয়ে যাওয়া ঠেকাতে সাধ্য অনুসারে চেষ্টা করেছি। ঐক্যমতে পৌঁছানোর সব রকম চেষ্টা করেছি; তবে তা হয়নি।

আরএম-০৫