হবিগঞ্জে চুনারুঘাট ও মাধবপুরে আওয়ামীলীগের ভরাডুবি

হবিগঞ্জ প্রতিনিধি


জানুয়ারি ০৬, ২০২২
০৩:৪৯ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ০৬, ২০২২
০৩:৫০ অপরাহ্ন



হবিগঞ্জে চুনারুঘাট ও মাধবপুরে আওয়ামীলীগের ভরাডুবি

হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে। নির্বাচনে মাত্র ৬টি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী জয়লাভ করেছেন, আর  ৫টি বিদ্রোহী , ৮টি বিএনপি (স্বতন্ত্র) , ১টি জামায়াত (স্বতন্ত্র)  ও স্বতন্ত্র ১টিতে জয় লাভ করেছে। 

এর মধ্যে চুনারুঘাট উপজেলায় আওয়ামীলীগ ৪টি, বিদ্রোহী ৩টি, বিএনপি (স্বতন্ত্র) ২টি ও জামায়াতে ইসলামি (স্বতন্ত্র) ১টি এবং মাধবপুর উপজেলায় আওয়ামী লীগ ২টি, বিদ্রোহী ২টি, বিএনপি (স্বতন্ত্র) ৬টি ও স্বতন্ত্র ১ টি।

চুনারুঘাট উপজেলায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন গাজীপুর ইউনিয়নে বিএনপি মক্কার জেদ্দা নগর সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, আহম্মদাবাদে ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী জাকির হোসেন পলাশ, দেওরগাছ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী মো. মহিতুর রহমান সুমন ফরাজি, পাইকপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় মো. ওয়াহেদ আলী মাস্টার, শানখলা ইউনিয়নে জামায়াত সমর্থিত অ্যাডঃ নজরুল ইসলাম, চুনারুঘাট সদর ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী মাহবুবুর রহমান চৌধুরী, উবহাটা ইউনিয়নে স্বেচ্ছাসেবকদল নেতা এজাজ ঠাকুর চৌধুরী, সাটিয়াজুরী আওয়ামী লীগ দলীয় আবদালুর রহমান, রাণীগাও ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় মোস্তাফিজুর রহমান রিপন ও মিরাশি ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় মানিক সরকার।

মাধবপুর উপজেলায় নির্বাচিত হয়েছেন জগদীশপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী মাসুদ খান, আন্দিউড়া ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রার্থী আতিকুর রহমান, বহরায় ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় মো. আলাউদ্দিন, বাঘাসুরা স্বতন্ত্র প্রার্থী সাহাব উদ্দিন, ধর্মঘর ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী ফারুক আহমেদ পারুল, চৌমুহনী বিএনপি মাহবুবুর রহমান সোহাগ, শাহজাহানপুর বিএনপি পারভেজ আলম চৌধুরী, ছাতিয়াইন বিএনপি মিনহাজ উদ্দিন আহমেদ কাসেদ, নোয়াপাড়ায় বিএনপি সৈয়দ সোহেল, আদাঐর ইউনিয়নে উপজেলা যুবদলের সহসভাপতি মীর খুর্শেদ আলম এবং বুল্লা ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদিকুল ইসলাম জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। কোথাও  কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নি। বাঘাসুরা ইউনিয়নের একটি কেন্দ্রে ফলাফল ঘোষণার পর কেন্দ্রের বাইরে কিছু লোক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী তাৎক্ষণিক নিয়ন্ত্রণ করে।

এস আর/বি এন-০৫