টেস্ট জয়ের কৃতিত্ব মুমিনুল ও সুজনকে দিলেন মাশরাফি

খেলা ডেস্ক


জানুয়ারি ০৬, ২০২২
০৮:৩৬ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ০৬, ২০২২
০৮:৩৬ অপরাহ্ন



টেস্ট জয়ের কৃতিত্ব মুমিনুল ও সুজনকে দিলেন মাশরাফি

নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। গত মঙ্গলবার ম্যাচের চতুর্থ দিন থেকেই পুরো ক্রিকেটবিশ্বের নজর ছিল মাউন্ট মঙ্গানুইয়ে। এমনকী পঞ্চম দিনে অ্যাশেজের গ্যালারিতে বড় পর্দায় দেখানো হয় মাউন্ট মঙ্গানুই টেস্টের স্কোর। ৮ উইকেটে দারুণ জয়ের পর টাইগাররা প্রশংসায় ভাসছে।

আজ শেরে বাংলায় এসে এই টেস্ট জয়ের কৃতিত্ব মুমিনুল হক আর খালেদ মাহমুদ সুজনকে দিলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

এই একটি ফরম্যাটেই খেলে থাকেন মুমিনুল। সাদা পোশাকের প্রতি তার ভালোবাসা আর প্যাশনের তুলনা হয় না। হারতে হারতে দেওয়ালে পিঠ ঠেকে গেলেও তিনি আশা ছাড়েন না। অন্যদিকে ক্রিকেটারদের প্রিয়পাত্র 'টিম ডিরেক্টর' খালেদ মাহমুদ সুজন। সাবেক এই অধিনায়ক সবসময় দলকে প্রেরণা জুগিয়ে যান। মাশরাফি-সাকিবদের কথায় বারবার উঠে এসেছে সুজনের প্রশংসা। মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ের পর সুজনও সেই কৃতিত্বের ভাগিদার হয়েছেন।

আজ মিরপুর শেরেবাংলায় সাংবাদিকদের মাশরাফি বলেন, 'তারা দল হিসেবে ভালো খেলেছে। এটা সোজাসাপ্টা বলতে পারি। আর ব্যাটিং বোলিং খুব ভালো করেছে। ক্যাচিং যদি দেখেন, দারুণ কিছু ক্যাচ নিয়েছে। ম্যাচ জিততে গেলে এগুলোই তো আসল। দল নিয়ে সমালোচনা-আলোচনা হচ্ছিল। সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানো… মুমিনুল আছে, সুজন ভাই গেছে ওখানে। যারা আছে তারা হয়ত দলকে বুস্ট আপ করেছে, বলেছে যে হারানোর কিছু নেই। নিজেদের ওপর দারুণ এক বার্তা তৈরি করতে পেরেছে।'

এই সফরে নেই বাংলাদেশের দলের দুই বড় তারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। সাকিবের কারণ 'ব্যক্তিগত' হলেও তামিম ইনজুরির কারণে খেলছেন না। তাদেরকে ছাড়াই তরুণদের দারুণ পারফর্মেন্সে তৈরি হয়েছে নতুন ইতিহাস। মাশরাফি তাই বললেন, 'কে আছে কে নেই এটা গুরুত্বপূর্ণ নয়, নিজেদের আত্মবিশ্বাস থাকলে যেকোনো জায়গায় যেকোনো কন্ডিশনে ম্যাচ জেতা সম্ভব। এটা দারুণ এক বার্তা নিজেদের জন্য।'

সুজনের প্রশংসা করে মাশরাফি বলেন, 'ক্রিকেটারদের জন্য উনি ইতিবাচক একজন মানুষ। এজন্যই উনার কথা বলেছি। শৃঙ্খলা রাখার ক্ষেত্রেও, খেলোয়াড়দের সাথে কতটুক আলোচনা করতে হবে, কী প্রয়োজন, সুযোগ সুবিধা সবকিছুর দিকে খেয়াল রাখেন। এই জায়গা থেকে সুজন ভাইর কথা বলতেই হবে।'

এছাড়া মুমিনুলকে কৃতিত্ব দিয়েছেন ম্যাশ, 'এত সমালোচনা এতকিছু। ওখান থেকে দলটাকে গুছিয়ে এনে ও এত বড় একটা জয় এনে দিয়েছে। পরে কি হবে এটা পরের ব্যাপার। কিন্তু তাকে কৃতিত্ব দিতেই হবে। বাইরে থেকে আমরা দেখছি- সাকিব তামিম নেই মানে দলের অর্ধেক নেই। কিন্তু সে এই দলকেই বুস্ট আপ করেছে। এটা দারুণ ব্যাপার। পুরো কৃতিত্ব মুমিনুলকেই দেওয়া উচিৎ।'

আরসি-০৮