ভারতে একদিনে ১ লাখ ৪১ হাজার ৯৮৬ জনের করোনা শনাক্ত

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ০৯, ২০২২
০২:৫৫ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ০৯, ২০২২
০২:৫৫ পূর্বাহ্ন



ভারতে একদিনে ১ লাখ ৪১ হাজার ৯৮৬ জনের করোনা শনাক্ত

ভারতে আবারো হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। আজ শনিবার দেশটিতে নতুন করে ১ লাখ ৪১ হাজার ৯৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

এনডিটিভি জানায়, গত সপ্তাহে দেশটিতে দৈনিক সংক্রমণ ১০ হাজার ছাড়িয়ে যায়। বর্তমানে ভারতের ২৭টি রাজ্যে ছড়িয়ে পড়েছে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট।

এর আগে, গত বছরের ৭ জুন দেশটিতে দৈনিক লাখের বেশি করোনা আক্রান্ত শনাক্ত হয়েছিল। সেদিন করোনা শনাক্ত হয়েছিল ১ লাখ ৬৩৬ জনের। 

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, দৈনিক শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ২৮ শতাংশ এবং সাপ্তাহিক শনাক্তের হার ৫ দশমিক ৬৬ শতাংশ।

বর্তমানে ভারতে ওমিক্রনে আক্রান্ত রয়েছেন ৩ হাজার ৭ জন। মহারাষ্ট্রে সবচেয়ে বেশি ৮৭৬ জন এবং দিল্লিতে ৫১৩ জন।

ভারতে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা শনাক্ত হয়েছে ৪০ হাজার ৯২৫ জনের।

এ ছাড়া, মুম্বাইয়ে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২০ হাজার ৯৭১ জনের। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানিয়েছেন, মুম্বাইয়ে লকডাউন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

আরসি-১৯