শিক্ষামন্ত্রীকে অনলাইনে আলোচনার প্রস্তাব শাবিপ্রবি শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ২২, ২০২২
০২:১৪ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২২, ২০২২
০২:১৫ পূর্বাহ্ন



শিক্ষামন্ত্রীকে অনলাইনে আলোচনার প্রস্তাব শাবিপ্রবি শিক্ষার্থীদের

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে অনলাইনে আলোচনার প্রস্তাব দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

আজ শুক্রবার (২১ জানুয়ারি) রাত প্রেস কনফারেন্সে শিক্ষার্থীরা এ তথ্য জানান।

এ সময় শিক্ষার্থীরা বলেন, এ সময়ে আমাদের পক্ষে ঢাকা গিয়ে আলোচনা করার মতো অবস্থা নেই। তাই আমরা শিক্ষামন্ত্রীকে আহ্বান জানাই তিনি যদি একটু সময় বের করে আমাদের সঙ্গে আলোচনা করতে সিলেট আসেন। এছাড়া কোভিড পরিস্থিতিতে সারা বিশ্বই এখন অনলাইনে কার্যক্রম চালাচ্ছে। তাই আমরাও এ আলোচনা অনলাইনে করতে পারি৷ এতে অনশনরত শিক্ষার্থীও অংশ নিতে পারবে।

এনএইচ/আরসি-২৩