সুন্দরবনে আগুন, বনবিভাগের সঙ্গে নিয়ন্ত্রণে গ্রামবাসী

সিলেট মিরর ডেস্ক


মে ০৪, ২০২৪
০৬:৫৬ অপরাহ্ন


আপডেট : মে ০৪, ২০২৪
০৬:৫৬ অপরাহ্ন



সুন্দরবনে আগুন, বনবিভাগের সঙ্গে নিয়ন্ত্রণে গ্রামবাসী


পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় বনে আগুন লেগেছে। শনিবার (৪ মে) বিকেলে লাগা আগুন নেভাতে কাজ করছে বনবিভাগ ও গ্রামবাসী। ওই আগুন প্রায় দুই কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে রাখতে বনের ভেতর ফায়ার লেন কাটা হচ্ছে।

তবে বনের ভেতর কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।

এসব তথ্য নিশ্চিত করেছেন পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম।

বন কর্মকর্তা নুরুল করিম বলেন, ‘শনিবার দুপুরে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় আগুনের কুণ্ডলী থেকে ধোঁয়া উড়তে দেখেন বনকর্মীরা। সঙ্গে সঙ্গে তাঁরা আগুন নেভানোর কাজ শুরু করে।

বনকর্মীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীও আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে।’

তিনি আরো বলেন, ‘ধারণা করা হচ্ছে হয়ত বিড়ি-সিগারেটের আগুন থেকে ওই আগুন লেগেছে।’


এএফ/০৮