খুলনার ঝড়ে হেরে গেল ঢাকা

খেলা ডেস্ক


জানুয়ারি ২১, ২০২২
১০:৪০ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২১, ২০২২
১০:৪০ অপরাহ্ন



খুলনার ঝড়ে হেরে গেল ঢাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসর শুরু হওয়ার আগে খুলনা টাইগার্স নিয়ে কম মাতামাতি হয়েছিল। কিন্তু আসরের প্রথম দিনেই মাঠের লড়াইয়ে চমকে দিলো মুশফিকুর রহিমের দল। তারকায় ঠাঁসা মিনিস্টার ঢাকার ১৮৪ রানের চ্যালেঞ্জ তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রূপসা পাড়ের ফ্র্যাঞ্চাইজিটি।

জয়ের ভিত গড়ে দেওয়া নায়োকচিত ইনিংস খেলেছেন রনি তালুকদার। শুরুতে ঝড় তুলে কাজটা সহজ করে দিয়েছিলেন আন্দ্রে ফ্লেচার। লক্ষ্য তাড়ায় এক মুহূর্তের জন্য ম্যাচ থেকে ছিটকে যায়নি খুলনা। ফ্লেচার ও রনি তালুকদারের ঝড়ো শুরুর পর মুশফিক ও ইয়াসির শতভাগ স্ট্রাইক রেটে রান তোলেন।

জয়ের শেষ কাজ সারেন থিসারা পেরেরা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া এ ক্রিকেটার বুঝিয়ে দিয়েছেন, এখনও তার দেওয়ার আছে অনেক কিছু। আর আন্দ্রে রাসেলকে তার মাথার উপর দিয়ে ৬ মেরে ১ ওভার হাতে রেখেই ৫ উইকেটে জয় নিশ্চিত করেছেন মেহেদী হাসান।

টি-টোয়েন্টিতে ১৮৪ রান টপকানো সহজ কথা নয়। তাও যদি হয় শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, তাহলেতো আরও কঠিন। এই কঠিনকেই সহজ করে দিয়েছেন খুলনার ব্যাটসম্যানরা। ঢাকার বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছেন তারা।

আরসি-২৯