সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ২১, ২০২২
০৫:৫১ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ২১, ২০২২
০৫:৫১ অপরাহ্ন
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ দলটির একাধিক নেতা করোনাভাইরাসের আক্রান্ত বলে জানা গেছে।
বিএনপির নেতারা বলছেন, দেশে করোনাভাইরাসের প্রকোপ কমে আসার ফলে সারাদেশে করোনা আক্রান্ত নেতাকর্মীদের তালিকা তৈরির কাজ বন্ধ হয়ে যায়। এখন আবারও নতুন করে আক্রান্ত নেতাকর্মী ও মারা যাওয়া নেতাদের তালিকা হালনাগাদে কাজ শুরু করা হবে।
শুক্রবার (২১ জানুয়ারি) জানা গেছে, বর্তমানে বিএনপির নেতাদের মধ্যে ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক সচিব ইসমাঈল জবি উল্লাহ, খন্দকার মোক্তাদির আহমেদ, নির্বাহী কমিটির সদস্য ও সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের স্ত্রী লুৎফুন নাহার কান্তা করোনাভাইরাসে আক্রান্ত।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, দুদু ভাই বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছেন। অন্যরাও গত কয়েকদিনে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের সবার অবস্থা ভালো। তারা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।
এদিকে বৃহস্পতিবার করোনা মুক্ত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী এবং পরিবারের অন্য সদস্যরা।
আরসি-০৫