নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৩, ২০২২
১২:৪৮ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ২৩, ২০২২
০৩:১৫ পূর্বাহ্ন
উপাচার্যের পদত্যাগের দাবিতে এবার গণঅনশনে বসতে যাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ শনিবার (২২ জানুয়ারি) রাত আটটা থেকে তারা এই গণঅনশন কর্মসূচি শুরু করবেন বলে জানা গেছে।
শনিবার সন্ধ্যার এক সংবাদ সম্মেলনে তারা এ তথ্য জানান। যতদিন পর্যন্ত শাবি উপাচার্য ফরিদ উদ্দিন আহমদ পদত্যাগ করছেনও ততদিন তাদের অনশন চলবে বলেও জানান তিনি।
ইতোমধ্যে গণঅনশনের জন্য তিনজন শিক্ষার্থী নিজেরদের নাম প্রস্তাব করেছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
অনশনে যোগ দেওয়া নতুন শিক্ষার্থীরা হলেন ইফতেখার আল মাহমুদ, সামিরা ফারজানা, সামিউল এহসান শাকিল। তাঁরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।
এ নিয়ে অনশনরত শিক্ষার্থীর সংখ্যা দাঁড়াল ২৬ জনে। তাঁদের মধ্যে এখন পর্যন্ত ১৬ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কেউ কেউ চিকিৎসা নিয়ে ফিরে আবারও অনশনে যোগ দিয়েছেন বলে জানা গেছে।
এনএইচ/আরসি-২১